ভারত
ভারত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য ৫২টি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করবে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন
ভারত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য মহাকাশে ৫২টি সামরিক সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে। মহাকাশ-ভিত্তিক সম্পদের মাধ্যমে তার সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভারত উপগ্রহগুলো উৎক্ষেপণ করতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল অনিল চৌহান। এগুলো ভারতের সীমান্তে এলাকায় বিশেষ করে তথ্য সংগ্রহের কাজ করবে। এমনকি তাৎক্ষনিকভাবেও প্রযোজনীয় সব তথ্য যোগাবে।
ভারতীয় প্রতিরক্ষা মহাকাশ সিম্পোজিয়ামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর নীতি হিসেবে কাজ করবে এমন একটি সামরিক মহাকাশ মতবাদ আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা ।
জেনারেল চৌহান বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং নজরদারির জন্য আমরা ৫২টি উপগ্রহ উৎক্ষেপণের কথা ভাবছি। এটি বেসরকারি শিল্পের সাথে যৌথভাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তৈরি করবে। মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস আয়োজিত সিমপোজিয়ামের বিষয় ছিল, ইন্ডিয়ান ডিফেন্স স্পেস নিয়ে আলোচনা।
জেনারেল চৌহান বলেন, সামরিক মহাকাশ মতবাদ ছাড়াও, সরকার একটি জাতীয় সামরিক মহাকাশ নীতি নিয়েও কাজ করছে। তিনি বলেন, এই মতবাদটি নিম্ন এবং মাঝারি দূরত্বের পৃথিবীর কক্ষপথের পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীর জন্য স্থানকে নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, মহাকাশ একটি নতুন ক্ষেত্র হিসাবে আবির্ভূত হচ্ছে যা যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে। তাই নিকট ভবিষ্যতে ত্রি-বাহিনীর প্রশিক্ষণের জন্য নিজস্ব মহাকাশ যুদ্ধ বিদ্যালয় থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
কীভাবে সেনাবাহিনী পর্যবেক্ষণ, যোগাযোগ এবং লক্ষ্যবস্তুর জন্য মহাকাশকে ব্যবহার করছে তা তালিকাও জেনারেল চৌহান তুলে ধরেন। তার মতে, এটি ভবিষ্যতে যুদ্ধের মৌলিক ভিত্তি তৈরি করবে।
চৌহান আরও বলেন, জাতির এমন একটি মহাকাশ সংস্কৃতি থাকা দরকার যা যুদ্ধক্ষেত্রে নতুন ধারণা এবং ক্ষমতা বৃদ্ধি করে। এই সংস্কৃতিতে মৌলিক গবেষণা, মৌলিক মতবাদ এবং কৌশল অন্তর্ভুক্ত করা উচিত। এটি কেবল স্টার্টআপ তৈরি করার বিষয় নয়, বরং আমাদের এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য জার্নাল এবং ইনস্টিটিউটও থাকা দরকার।