বাংলারজমিন
মামলা খেয়ে ক্ষোভে মোটরসাইকেলে আগুন
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার
রাজশাহীতে পুলিশকে কাগজপত্র দেখাতে না পেরে মামলা খেয়ে ক্ষোভে মোটরসাইকেলে আগুন দিয়েছেন আসিফ আলী (২৮) নামে এক যুবক। গতকাল দুপুর দেড়টার দিকে নগরীর কোর্ট স্টেশন হড়গ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। আসিফ নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার আসাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হড়গ্রাম বাজারে ডিউটি করছিলেন আরএমপি’র ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান। তিনি আসিফকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজ দেখাতে না পারলেও বাসা থেকে কাগজপত্র নিয়ে এসে দেখানোর জন্য কিছুক্ষণ সময় চান আসিফ। কিন্তু সার্জেন্ট সময় না দিয়ে মামলা লিখেন। এ সময় রাগে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ওই যুবক। এ বিষয়ে আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।