ঢাকা, ২৯ মার্চ ২০২৫, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ রমজান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ট্রেনে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ

স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারmzamin

ঈদের আর সপ্তাহখানেক বাকি। শেকড়ের টানে ছুটতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। তাই রেলস্টেশন থেকে শুরু করে ঢাকার প্রবেশমুখগুলোতে বেড়েছে ঘরমুখো যাত্রীদের ভিড়। রেলে ঈদযাত্রার প্রথমদিনের যাত্রীরা গত ১৪ই মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন। তারা গতকাল বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন। কমলাপুর রেলস্টেশনে প্রবেশমুখে তিন ধাপের চেকিংয়ের মধ্য দিয়ে স্টেশনে প্রবেশ করেছেন যাত্রীরা। টিকেট না থাকলে স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়নি যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ঈদের ৪-৫ দিন আগেই অতিরিক্ত চাপ পড়বে স্টেশনে। কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। রেলওয়ে পুলিশ, আরএনবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সকাল থেকে প্রায় বেশির ভাগ ট্রেন ছেড়ে গেছে। 

গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। বেলা ১১টা পর্যন্ত স্টেশন থেকে প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে ১৩টি আন্তঃনগর এবং ৭টি মেইল ও কমিউটার। সারা দিনে কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। দুপুর পর্যন্ত দু’টি ট্রেন এক ঘণ্টা ও দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। এ নিয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন আরও বলেন, বুড়িমারী এক্সপ্রেস দেড়ঘণ্টা দেরিতে এবং এগারোসিন্দু এক্সপ্রেস একঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে গেছে।

এদিকে প্রথমদিনের ঈদযাত্রায় যাত্রীরাও কিছুটা স্বস্তিতে ফিরছেন বাড়ি। অতিরিক্ত চাপ নেই, অগ্রিম টিকিট কাটায় টিকিটের জন্যও ঝক্কি-ঝামেলায় পড়তে হচ্ছে না যাত্রীদের। সাবিনা ইয়াসমিন নামের একজন যাত্রী বলেন,  মেয়েকে ট্রেনে তুলে দিতে রেলস্টেশনে এসেছি। আমার ছুটি হবে ২৮শে মার্চ তাই আগেভাগেই পরিবারের লোকজনকে পাঠিয়ে দিচ্ছি। ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়নি অনলাইনে টিকিট কাটতে পেরেছি। স্টেশনে কোনো ধরনের সমস্যা হয়নি। হোসেন নামের আরেকজন যাত্রী বলেন, স্ত্রী-সন্তানদের বাড়িতে পৌঁছে দেবো। তাদের সঙ্গেই যাবো বাড়ি, তবে আমি আবার ফিরে আসবো। ঈদের আগে আগে যেতে হবে আমাকে। ভ্রমণ বেশ স্বস্তিতেই করতে পারছি, টিকেট কাটতেও খুব একটা ঝামেলা হয়নি এবার।  অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়লা আহসান বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি। 

ঈদকে ঘিরে ট্রেনের স্পেশাল ব্যবস্থা: দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া, বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। শিডিউল বিপর্যয় রোধে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ঈদে পাঁচটি বিশেষ ট্রেন চালু করা হচ্ছে, এগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। এর পাশাপাশি ঈদযাত্রার জন্য ৪৪টি অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। যেমন- ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখো এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে না।  বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে টিকিট দেয়া হবে না। ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।

ঈদে যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙষলা বাহিনী সক্রিয়। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হলে রেলওয়ে থানার এসপি আনোয়ার হোসেন বলেন, কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকছে। ইপিবিএন, আঞ্চলিক ব্যাটালিয়ন থাকবে, রেলওয়ে পুলিশের গোয়েন্দা টিম থাকবে, সাদা পোশাকে টিম থাকবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী থাকবে। সব কিছু সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছি। চলন্ত ট্রেনেও আমাদের টিম রয়েছে।

 

পাঠকের মতামত

ঈদে ফ্রী যাওয়া যায় না। একবার তো রেলওয়ে সেটা করে দেখতে পারে।। গত ২৫ ৩০ বছরে রেলের লোকসান কত। নিশ্চয়ই ঈদে একবার ট্রেন ভাড়া ফ্রি করে দিলে ২৫ ৩০ বছরের সমান লোকসান হবে না।

Anwarul Azam
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:১২ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status