বাংলারজমিন
মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারমৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতারের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করায় মৌলভীবাজার সামাজিক সংগঠন সমূহের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দূরীকরণ এবং অবিলম্বে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, সমাজকর্মী খালেদ চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব, নাগরিক কমিটির ফাহাদ আলম, সচেতন নাগরিক ফোরাম (সনাফ) এর সৈয়দ জুয়েল আহমদ, মশিউর রহমান বেলাল, মাহমুদুর রহমান, সমাজকর্মী আবদাল হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন, নাজমুল খান, মো. মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, সৈয়দ ইমরান আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উত্তীর্ণ করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, হাসপাতালের বর্তমান সমস্যা দূরীকরণ, চিকিৎসা সেবার মানবৃদ্ধি ও দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।