ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে যে কারণে বাড়তি উত্তেজনা

সামন হোসেন, শিলং (ভারত) থেকে
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবারmzamin

মেঘালয়ের রাজধানী, শৈলশহর শিলংয়ে বাংলাদেশ ভারতের ফুটবলেও নতুন একটা ধারা যে তৈরি হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই! এখানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ। যে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার পারদ দু’দেশেই ঊর্ধ্বমুখী। এমনিতে ফিফার র‌্যাঙ্কিংয়ে দুটো দলই ‘লাস্ট বেঞ্চের ছাত্র’। ২১০টি দেশের মধ্যে ভারতের বর্তমান র‌্যাঙ্কিং ১২৬, আর বাংলাদেশের ১৮৫। কাজেই বিশ্ব ফুটবলে নিচের সারির দুটো জাতীয় দলের ম্যাচকে ঘিরে আপাতদৃষ্টিতে তেমন কোনো হইচই হওয়ার কারণই ছিল না, অথচ হচ্ছে। যার কিছু কারণ ফুটবল সংক্রান্ত, কিছুটা আবার ফুটবলের বাইরেরও। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উত্তেজনার এই ম্যাচ। 
প্রথমত, এই ম্যাচ দিয়েই প্রথমবার বাংলাদেশের জার্সি পরে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরী। এই রকম আন্তর্জাতিক মানের ফুটবলার এর আগে কখনও দক্ষিণ এশিয়ার কোনো দলের হয়ে কখনও খেলেননি। সুতরাং হামজা চৌধুরীর যোগদান পুরো বাংলাদেশ দলের কাছে সমর্থকদের প্রত্যাশা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক সুনীল ছেত্রী। ৪০ পেরোনো সুনীল ছেত্রী গত বুধবার ওই শিলংয়ের মাঠেই মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ‘কামব্যাক’ করেছেন, নিজে গোল করেছেন এবং দলকে ৩-০ ব্যবধানে জেতানোর পেছনেও তার বড় ভূমিকা ছিল। ফুটবল টিমগেম হতে পারে, তবে আজকের ম্যাচটাকে দু’দেশের অনেক সমর্থকই হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর মোকাবিলা হিসেবেই দেখছেন।

দ্বিতীয় কারণটা রাজনৈতিক। গত বছরের ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের সঙ্গে টানাপোড়ন শুরু হয় ভারতের। বাংলাদেশিদের জন্য টুরিষ্ট ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দুই দেশের সীমান্তেও উত্তেজনা দেখা দেয়। যার রেস ছিল গতকালের দুই দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। সেখানে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এই ম্যাচ আমরা জিততে চাই। কারণ এটা ভারত। আপনারা জানেন লাস্ট এক বছর ধরে কি হচ্ছে। এই ম্যাচে চাপ আছে। তবে আমরা ধীর স্থির আছি।’ এই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষে ম্যাচের চারদিন আগে শিলং এসেছে বাংলাদেশ দল। শুরুর দুইদিন বাংলাদেশ দলকে নানা ভাবে বিরক্ত করার চেষ্টা করেছে আয়োজকরা। মাঠ থেকে শুরু করে সবকিছুতে একটা নেতিবাচক মনোভব ছিল ভারত ফুটবল ফেডারেশনের। তবে ম্যাচের দু’দিন আগে ম্যাচ কমিশনার দায়িত্ব নেয়ার পর থেকে অভিযোগ কমেছে। গতকাল বাংলাদেশ দলের টিম হোটেল ভিভান্তায় অনুষ্ঠিত হয় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন। পেছনের সবকিছু ভুলে সামনে ফোকাস দেয়ার কথা বলেন বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সম্ভবত জিনিসগুলি ভালো হতো, কিন্তু আমাদের জন্য সেটা ইতিমধ্যেই অতীত। আমরা এ বিষয়ে কোনো অজুহাত দিতে চাই না। আজ আমরা অবশেষে স্টেডিয়ামে  প্র্যাকটিস করবো। আমরা এর অভিজ্ঞতার সেরাটা ম্যাচে ব্যবহার করব। আমরা যেকোনো কিছুর জন্য প্রস্তুত।’ ম্যাচ নিয়ে কাবরেরা বলেন, ‘আমার মনে হয় খুবই উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। আমরা খুবই অনুপ্রাণিত। আশা করি আমরা ভারতের জন্য জিনিসগুলি খুব কঠিন করে তুলব।’ ভারতের সঙ্গে খেলা শেষ তিন ম্যাচে যথারীতি দলে ছিলেন জামাল ভূঁইয়া। যার দুটি হয়েছে ভারতের মাঠে। একটি মালদ্বীপে। তিন ম্যাচের অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, ‘আমরা র‌্যাঙ্কিয়ের কথা চিন্তা করি না। আমাদের মনযোগ এই ম্যাচ জিততে হবে। কোচ স্কোয়াডের ব্যাপারে যেটা বলেছেন, এটা আমাদের এ যাবৎকালের সেরা স্কোয়াড। অনেক শক্তিশালী। হামজা তো এসেছে। এটা আমাদের অনেক বেশি উজ্জীবিত করছে। কোচের পরিকল্পনাই হচ্ছে তিন পয়েন্ট। এটা আমি এবং সবাই চায়। এটার জন্য আমরা আমাদের সেরাটা দিবো।’ সপ্তাহ খানেক আগে ম্যাচের টিকিট অনলাইনে ছেড়েছিল আয়োজকরা। গতকাল খোঁজ নিয়ে জানা গেছে দু’দিন আগেই শেষ হয়েছে এই ম্যাচের টিকিট। স্বাভাবিক ভাবেই টইটম্বুর থাকবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের গ্যালারি। তার ওপর প্রতিপক্ষ ভারত হলে ম্যাচ ও ম্যাচের আগে-পরে সবাই রোমাঞ্চটা অনুভব করে জানিয়ে জামাল বলেন, ‘ম্যাচের মধ্যে আমরা সমর্থকদের চেয়ে খেলাতেই বেশি মনযোগী থাকি। সমর্থকরা কে কি বলেছ, সেটায় মনযোগ থাকে না। আমরা খেলাতেই মনোযোগ রাখতে চাই।’ এই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে অভিষেক হতে পারে বাংলাদেশ পুলিশ এফসিতে দুর্দান্ত খেলা আল আমিনের। নাম্বার নাইন পজিশনে তাকে খেলাতে পারেন কাবরেরা। আর বক্স টু বক্স খেলবেন হামজা চৌধুরী। তাকে ঘিরে এই ম্যাচে আক্রমণের পরিকল্পনা সাজাবেন কোচ। আগামী ১০ই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে ‘সি’ গ্রুপে হংকংয়ের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে জামাল-তপুদের আরেক প্রতিপক্ষ সিঙ্গাপুর।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status