খেলা
ডায়াবেটিসের সঙ্গেও লড়াই জভরেভের
স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২২, সোমবার
তরুণ টেনিস তারকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হয় তাকে নিয়ে। কিন্তু এটিপি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড় আলেকজান্দার জভরেভের কোর্টের বাইরের গল্প হয়তো অনেকের অজানা। ৪ বছর বয়স থেকেই ডায়াবেটিসের সঙ্গে লড়ছেন তিনি। গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয় জভরেভের। জার্মান তারকা লড়ছিলেন কিংবদন্তি রাফায়েল নাদালের বিপক্ষে। ম্যাচের এক পর্যায়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় জভরেভের। ব্যথায় কাতরাচ্ছিলেন কোর্টেই। জভরেভের কান্না দেখে আবেগাপ্লুত হয়ে যান নাদালও। ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠার পর নাদাল বলেন, ‘এভাবে ফাইনালে উঠবো কল্পনাও করিনি।’ ওই ইনজুরির পর থেকে টেনিসের বাইরে রয়েছেন জভরেভ। সম্প্রতি নিজের ডায়াবেটিস ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালে জভরেভ বলেন, ‘যখন ছোট ছিলাম এটা নিয়ে তেমন ভাবিনি। আমি আপনাদের দেখাতে চাই এ রোগ নিয়ে অনেক পথ পাড়ি দেয়া যায়। আমি সবাইকে বার্তা দিতে চাই যে, সঠিক প্রতিরোধ এবং জীবন যাপনের মধ্য দিয়ে ডায়াবেটিসকে এড়িয়ে চলা যায়।’ জভরেভের ডায়াবেটিকস ফাউন্ডেশন সেসব রোগীদের চিকিৎসা দেবে যারা অল্প বয়সে এ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। নিয়মিত ইনসুলিন এবং অন্যান্য মেডিকেশনও প্রদান করা হবে আক্রান্তদের। জভরেভ বলেন, ‘আমাকে আমার পরিবার নিস্বার্থভাবে সাপোর্ট করে গেছে। কাজেই এ রোগে আক্রান্তদের সাহায্য করে কিছু ফিরিয়ে দেয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’