ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

‘ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু নেতানিয়াহু’

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৫ অপরাহ্ন

mzamin

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতে’র প্রধান রোনেন বার’কে বরখাস্তের আদেশের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি রোনেনে’র ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। এ অভিযোগ এনে তাকে বরখাস্ত করেন নেতানিয়াহু। ২০২১ সালে শিন বেতের দায়িত্ব গ্রহণ করেন রোনেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। শনিবার নেতানিয়াহু বলেন,  রোনেন’কে বরখাস্ত করা হলেও দেশটি গণতান্ত্রিক দেশ হিসেবেই থাকবে। এদিকে তেল আবিবের হাবিমা স্কয়ারে ইসরাইলি পতাকা নাড়িয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তির আহ্বান জানান। মোশে হাহয়ারোনি (৬৩) নামে এক বিক্ষোভকারী বলেন, ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো নেতানিয়াহু। ২০ বছর ধরে তিনি দেশের কথা ভাবেননি। তবে রোনেন’কে বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এমন অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে সমালোচনাকারীরা ইসরাইলের গণতন্ত্রের ভিত্তি স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়ার অভিযোগে তার পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার ইসরাইলের সুপ্রিম কোর্ট একটি নিষেধাজ্ঞা জারি করে রোনেন’কে বরখাস্তের বিষয়টি স্থগিত করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুষের তদন্তকে কেন্দ্র করে কয়েক মাস ধরে নেতানিয়াহু ও রোনেনে’র মধ্যে দ্বন্দ্ব চলমান। এছাড়া রোনেনে’র বিরুদ্ধে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণকে প্রতিহত করতে ব্যর্থ হওয়ার অভিযোগও এনেছেন নেতানিয়াহু। 

পাঠকের মতামত

এসব ওদের জাতীয় নাটক।

আবদুল মালেক
২৪ মার্চ ২০২৫, সোমবার, ২:০৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status