অনলাইন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
শাহবাগে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকাল সাড়ে তিনটায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা।
এ সময় ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘এনসিপি কী চায়, আওয়ামী লীগের বিচার চায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘গুম খুনের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘জুলাই হত্যার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত
কিছু দিনের মধ্যে পুরো জাতিই প্রতিবন্ধী হয়ে যাবে! কাঁহাতক আর সহ্য হয়! এমনিতেই নগরবাসী যানজটে জেরবার, তার উপর প্রতিদিনই অবরোধ, চিৎকার, চেঁচামেচি ও লাঠালাঠি!
নব্য ফ্যাসিবাদীদের ভয়ঙ্কর ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেশকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে।
আওয়ামীলীগ নিষিদ্ধকরণ বিষয়ে ছোট বড় সকল রাজনৈতিক দলের সাথে বিভাজন সৃষ্টি না করে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত তৈরি করুন। সকল রাজনৈতিক দলের উচিৎ আওয়ামীলীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা। কোন গণহত্যাকারি দলকে রাজনীতি করতে দেওয়া উচিৎ নয়।
আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে এই রোজায় জনসাধারণের কষ্ট বাড়িয়ে লাভ কি ? প্রশাসনের উচিৎ তাদের কে ডাণ্ডা মেরে উচ্ছেদ করে পদ পরিস্কার রাখার।
বর্তমানে পুরো দেশ টা ই রাজাকার এবং সমন্বয়ক নামক কতিপয় প্রতিবন্ধীর খপ্পরে পড়েছে।