অনলাইন
জুলাই মঞ্চ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৯ অপরাহ্ন

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। তারা শাহবাগ চৌরাস্তার মাঝে অবস্থান নিয়েছেন। অবস্থান নিলেও চলাচল করছে যানবাহন।
শনিবার বেলা দু'টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। পূর্বঘোষিত 'গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের' দাবিতে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন। তারা 'দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক' স্লোগান দিচ্ছেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। গত ১৬ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে। বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালিয়েছে। কেউ যদি ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পাশে থাকার চেষ্টা করে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। জুলাই মঞ্চ শুধু নয়, অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে। আওয়ামী লীগের বিচার দাবিতে, নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে থাকব। সরকারের কাছে দাবি থাকবে অনতিবিলম্বে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন। নিবন্ধন বাতিল করুন।