বাংলারজমিন
ইসরাইলের হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২২ মার্চ ২০২৫, শনিবার
রমজানে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলার চোখ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুসল্লিরা অংশ নেন। বাংলার চোখ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, তেঁতুলতলা জামে মসজিদের খতিব জুলফিকার আলী আনসারী, নূরে মদিনা জামে মসজিদের খতিব আবু ঈশা, বাংলার চোখ মহানগরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা ও মহানগর হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ আবু সাঈদ, সহ-সভাপতি মো. সারফিসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে........ ইসরাইল ফিলিস্তিনের গাজায় বর্বোরচিত হামলার ঘটনা ঘটিয়েছে। একদিনের হামলায় নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন। গাজায় হাজার হাজার মানুষ মরছে কিন্তু মানবাধিকার সংস্থার কাউকে উদ্বেগ জানাতে দেখা যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন- গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তর করা হবে। কেন গাজাবাসী তাদের মাতৃভূমি থেকে যাবে। তারা আরও বলেন, বিশ্বে মুসলমানের সংখ্যা ২শ’ কোটি। অপরদিকে ইহুদিরা রয়েছে দেড় কোটির মতো। যদি প্রতিটি মুসলিম দেশ এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তারা পালাবার পথ খুঁজে পাবে না। এখন সময় এসেছে গাজাবাসীকে রক্ষায় সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ইসরাইলের পণ্য বয়কটসহ সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেস ক্লাবের সামনে গাজাবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।