ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

'আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন', দাবি ফরাসি নেতার

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

আমেরিকার আইকন স্ট্যাচু অব লিবার্টি। এই মূর্তি আমেরিকার স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের তরফে আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। এ বার সেই স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করলেন ফরাসি ইউরো-ডেপুটি রাফায়েল গ্লুকসম্যান। ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে -এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজনৈতিক দল প্লেস পাব্লিক -এর এক সম্মেলনে দেওয়া ভাষণে গ্লুকসম্যান এ দাবি তোলেন। 

তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘যারা বিজ্ঞান ও গবেষণার স্বাধীনতার পক্ষে কথা বলায় গবেষকদের চাকরিচ্যুত করছে, যারা স্বৈরশাসকদের পক্ষ নিচ্ছে- তাদের আমরা বলছি, স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফেরত দাও।’

গ্লুকসম্যান দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সমর্থক এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেন নীতির সমালোচক। তিনি আরও বলেন, ‘যদি তোমরা তোমাদের সেরা গবেষকদের বরখাস্ত করতে চাও, যদি স্বাধীনতা, নতুন উদ্ভাবন, এবং গবেষণার প্রতি শ্রদ্ধাশীল মানুষদের ত্যাগ করতে চাও, তাহলে আমরা তাদের স্বাগত জানাবো।’ 

১৮৮৫ সালে স্ট্যাচু অব লিবার্টি  ফ্রান্স থেকে আসে আমেরিকায়। ওই মূর্তির ডিজাইন করেছিলেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৮৮৬ সালের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড ওই মূর্তির উদ্বোধন করেন। আমেরিকার সরকার ১৯২৪ সালে এই মূর্তিকে ‘জাতীয় স্মৃতিস্তম্ভ’ হিসেবে ঘোষণা করে। লিবার্টি দ্বীপে অবস্থিত এই স্ট্যাচু ।  এখন এই  মূর্তি ফ্রান্সের হাতে ফিরিয়ে দেওয়া উচিত বলে দাবি করলেন রাফায়েল গ্লুকসম্যান।রাফায়েলের  জন্ম ১৯৭৯ সালে এবং তিনি প্যারিসের ইন্সটিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ থেকে স্নাতক পাস করেন। ২০১৯ সাল থেকে তিনি ইউরোপীয় পার্লামেন্টের ‘প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস’ দলের সদস্য। তিনি ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির সহ-সভাপতি এবং বিদেশি হস্তক্ষেপ সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।  

সূত্র :  সাউথ চায়না মর্নিং পোস্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status