ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৮

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৭ অপরাহ্ন

mzamin

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাশকি হাসপাতালে নেয়া হয়েছে। মীর গুল খান নাসির টিচিং হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়, সন্ত্রাসকবলিত বেলুচিস্তানে নাশকি-ডালবান্দিন মহাসড়কে এ ঘটনা ঘটেছে রোববার। তবে বিস্ফোরণের ধরণ বা কারণ কোনো কিছুই এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তদন্ত চলছে। পুলিশ বলেছে, কিছু আহতকে হেলিকপ্টারযোগে পাঠানো হয়েছে কোয়েটায়। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিরীহ মানুষকে টার্গেট করায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন। বলেছেন, এটা চরম মাত্রায় নৃশংসতা। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেছেন, যেকোনো মূল্যে বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শান্তির বিরুদ্ধে যেসব শত্রু তাদেরকে বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়া হবে। এর কয়েকদিন আগে খাইবার পখতুনখাওয়ার কাছে বেলুচিস্তানের বোলান জেলায় মুশকাফ এলাকায় বড় রকমের এক সন্ত্রাসী হামলা হয়। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status