ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পিটিআইয়ের রিপোর্ট

সামাজিক মাধ্যমে মসজিদ ভাঙ্গার তথ্য মিথ্যা

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৮:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

mzamin

সামাজিক একাধিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফিরোজা রঙের মসজিদ সদৃশ একটি স্থাপনার ভিডিও শেয়ার করছেন। ভিডিওতে দাবি করা হচ্ছে, ওই স্থাপনাটি ভারতে বেআইনিভাবে নির্মিত একটি মসজিদ। তা বুলডোজারের সাহায্যে ভেঙ্গে ফেলা হচ্ছে। তবে খবরটি ভুয়া। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্ক এ নিয়ে অনুসন্ধান করেছে। তারা দেখতে পেয়েছে ভাইরাল ভিডিওর দাবি মিথ্যা। অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ইন্দোনেশিয়ার জাভায় একটি থিম পার্কের একটি ভবনের। সেখানে ভূমির অনুমতি লঙ্ঘন করায় তা ভেঙে ফেলা হচ্ছে। এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ১১ই মার্চ একজন এক্স ব্যবহারকারী ওই ভিডিও শেয়ার করেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ভারতে বুলডোজার গুঁড়িয়ে দিচ্ছে অবৈধভাবে নির্মিত মসজিদ। পোস্টটি দেয়ার পর কমপক্ষে ২২ লাখ বার তা ভিউ হয়েছে। তবে পিটিআইয়ের ডেস্ক ওই ভাইরাল ভিডিওটি ইনভিড টুল ব্যবহার করে সচল করে এবং তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিফ্রেম বেরিয়ে আসে। 

তার একটি কিফ্রেম গুগল লেন্সের মাধ্যমে সক্রিয় করার পর ডেস্ক দেখতে পায় একই ভিডিও ব্যবহার করেছেন অনেক ব্যবহারকারী এবং তারাও একই দাবি করেছেন। আরও অনুসন্ধানে তারা এ বছর ৭ই মার্চ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর সন্ধান পায়। তাতে দেখা যায় ভাইরাল ওই ভিডিওর অবকাঠামো ধ্বংসের দৃশ্য। এর ক্যাপশনে বলা হয়, হিবিস্ক ফ্যান্টাসি ট্যুরিজম পার্কের কাহিনী শেষ। এ অবস্থায় তারা ইউটিউবে প্রচারিত ওই ভিডিও এবং ভাইরাল ভিডিওর মধ্যে মিল খুঁজে পায়। সেখান থেকে কিওয়ার্ড নিয়ে গুগলে আরো অনুসন্ধান চালিয়ে স্থানীয় মিডিয়ায় আরো একই ভিডিওর সন্ধান মেলে। ইনস্টাগ্রামে একই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে হিবিস্ক ফ্যান্টাসি পানকেক সেন্টার ভেঙে দেয়া হচ্ছে। এক পর্যায়ে অনুসন্ধানে ইন্দোনেশিয়ার আউটলেট ত্রিবুন নিউজে এ বছর ৬ই মার্চ ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে বলে তথ্য মেলে। এটি ২২ সেকেন্ডের ভিডিও। এতে ওই স্থাপনা পরিষ্কার দেখা যায়। উপরন্তু সিএনএন রিপোর্ট করে যে ওই ঘটনা ঘটেছে ১১ই মার্চ। রিপোর্ট অনুযায়ী, থিম পার্কটি নির্মাণ করা হয়েছিল বনজ জমির ওপর। তারা নির্মাণ বিষয়ক আইনও লঙ্ঘন করেছে। বনায়ন বিষয়ক জমির ওপর ভবন নির্মানের অনুমিত সংখ্যার চেয়ে বেশি নির্মাণ করা হয়েছিল।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status