বাংলারজমিন
নাইক্ষ্যংছড়ির সীমান্তের বাইশফাঁড়ি থেকে ১০ হাজার ইয়াবা জব্দ
নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবারবান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চিকনপাতা বাগান এলাকা থেকে ১ কার্টুন ইয়াবা জব্দ করেছে বিজিবি। ৩৪ বিজিবি’র অধিনায়কের তত্ত্বাবধানে গতকাল রাতে বাইশফাঁড়ি বিওপি’র জোয়ানরা গোপনে সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে মাদকের চালান আসছে। বিজিবি জোয়ানরা ওতপেতে থাকে অন্তত ৩ ঘণ্টা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এফডিএমএন সদস্যরা দ্রুত জঙ্গলাকীর্ণ পথে পালিয়ে যায়। বিজিবি তাদের ফেলে যাওয়া কাপড়ে মোড়ানো ইয়াবার কার্টুনটি জব্দ করে। কার্টুনে থাকা ১০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফারুখ হোসেন খান বলেন, নাইক্ষংছড়ি বাইশফাঁড়ি চিকনপাতা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করেন তার অধীন জোয়ানরা।
এ ছাড়া মায়ানমার থেকে যেন অন্যান্য পণ্য বা রোহিঙ্গা অনুপ্রবেশ না করে তার জন্যও ৩৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।