বাংলারজমিন
ইবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবারইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পার পেয়ে যায়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে আর কেউ এমন কর্মকাণ্ডের সাহস না করে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, ফ্যাসিবাদী আমলে এদেশে যত ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আজও হয়নি।
যার ফলে দিনের পর দিন ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে। আর আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার আগামী ৭ দিনের মধ্যে করতে হবে। অন্যথায় এদেশের মানুষ আবারো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।