ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

আবারো জোড়া সেঞ্চুরি, এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২২, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০১ পূর্বাহ্ন

mzamin

এ যেন প্রথম ম্যাচের কার্বন কপি। সেবার সিকান্দার রাজা আর ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি ডুবিয়েছিল বাংলাদেশকে। এবার রাজার সঙ্গে সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক রেজিস চাকাভা। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতলো জিম্বাবুয়ে। রোববার হারারেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ১৬৯ বলে ২০১ রানের রেকর্ড জুটির পর আউট হন চাকাভা। ৭৫ বলে খেলেন ১০২ রানের ইনিংস। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। চাকাভার আগে সেঞ্চুরি পূর্ণ করেন সিকান্দার রাজা। ১২৭ বলে ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন
অভিষিক্ত তারকা টনি মুনিওঙ্গা ১৬ বলে করেন ৩০ রান। ইনিংসের ১৫ বল বাকি রেখেই জযের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে

নিজের প্রথম ওভারেই সফল তাইজুল

প্রথম ওয়ানডেতে ছিলেন না তাইজুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরলেন। আর নিজের প্রথম ওভারেই পেলেন সাফল্য। ওপেনার মারুমানিকে (৪২ বলে ২৫) তুলে নেন তাইজুল। ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান তুলেছে জিম্বাবুয়ে।

মিরাজের শিকার মাধেভেরে, চাপে জিম্বাবুয়ে

উইকেটে এসে ধুঁকছিলেন ওয়েসলি মাধেভেরে। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে পড়লেন এলবিডব্লুর ফাঁদে। ১৬ বলে করেছেন ২ রান। ২৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। 

শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাত

দলীয় ১৩ রানেই জিম্বাবুয়ে হারিয়ে বসেছে ২ উইকেট। দুটিই পেসার হাসান মাহমুদের। ইনিংসের তৃতীয় বলে হাসান সাজঘরে ফেরান তাকুজওয়ানাশে কাইতানেকে (০)। উইকেটের পেছনে কাইতানোর ক্যাচ লুফেন মুশফিকুর রহীম। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও একইভাবে আউট করেন হাসান মাহমুদ। ৮ বলে ৭ রান করেন কাইয়া।

মাহমুদুল্লাহ ৮০, বাংলাদেশ ২৯০

ধীরগতিতে ক্যারিয়ারের ২৬তম ফিফটি পূর্ণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে ৬৯ বলে পঞ্চাশ পেরিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৮৪ বলে সমান তিনটি করে চার-ছয়ে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সিকান্দার রাজার। ওয়েসলি মাধেভেরে নেন ২ উইকেট।

আফিফের বিদায়ে ভাঙলো ৮১ রানের জুটি

পঞ্চম উইকেটে জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন ধ্রুব-মাহমুদুল্লাহ রিয়াদ। ৮২ বলে ৮১ রানের জুটির পর সিকান্দার রাজাকে রিভার্স সুইপ করতে গিয়ে সাজঘরে ফেরেন আফিফ। ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি। 

৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৩ রান। রিয়াদ ৪৫ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে ক্রিজে রয়েছেন।  

মুশফিক-শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ

৭১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সংগ্রহে ৬ রান যোগ হতেই দ্বিতীয় উইকেট পড়ে টাইগারদের। ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। ২২.৪ ওভার শেষে দুই ব্যাটার মিলে ৫০ রান তোলেন স্কোরবোর্ডে। মুশফিক ৩১ বলে ২৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। ব্যক্তিগত ৩৮ রানে সাজঘরে ফেরেন শান্ত।
১৪৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

থিতু হওয়ার চেষ্টায় ফিরলেন বিজয়

তামিমের মারমুখী ব্যাটিংয়ের বিপরীতে শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন এনামুল হক বিজয়। তবে থিতু হতে পারলেন না। ১৩তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন বিজয়। ফেরার আগে ২৫ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন তিনি।
১২.৩ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান বাংলাদেশের। 

ফিফটি হাঁকিয়ে আউট তামিম  

প্রথম ওয়ানডেতে ৬২ রান করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাট করেছেন টাইগার অধিনায়ক। ৪৩ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১০ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের ৫৫তম ওডিআই হাফসেঞ্চুরি করেন তামিম। এরপর টানাকা চিভাঙ্গার করা ১১তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে লেগ সাইডে কাইতানোর তালুবন্দি হন তামিম।
১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান। ২৩ বলে ১৯ রান নিয়ে লড়ছেন এনামুল হক বিজয়।

তামিম-বিজয়ে পঞ্চাশ পার 

প্রথম ওয়ানডেতে ওপেনিং জুটিতে ১১৯ রান তুলেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। চোটের কারণে লিটন নেই। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন বিজয়। দুই ব্যাটার মিলে ইতোমধ্যেই ৮ ওভারে ৫০ রান তুলেছেন স্কোরবোর্ডে।
৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৮ রান নিয়ে ব্যাট করছেন তামিম। ১৪ বলে বিজয়ের সংগ্রহ ৯ রান। 

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

সিরিজ রক্ষার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ইতোমধ্যেই টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক রেগিস চাকাভা।

চোটের কারণে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। 

জিম্বাবুয়ে একাদশ
মারুমানি, কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), মুনইয়োঙ্গা, লুক জঙ্গি, ইভানস, এনইয়াওচি, চিভাঙ্গা।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status