খেলা
চোট নিয়ে ‘বড়’ শঙ্কায় লিটন
জিম্বাবুয়ে গেলেন নাঈম-ইবাদত
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
৬ষ্ঠ ওডিআই সেঞ্চুরির প্রহর গুনছিলেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রানের দূরত্বে ছিলেন তিনি। তবে ছোঁয়া হয়নি থ্রি ম্যাজিক্যাল ডিজিট। চোটে পড়ে ৮১ রানেই থামতে হয় লিটনকে। এরপর আর মাঠে নামেননি তিনি। টাইগার ওপেনার ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে। লিটনকে নিয়ে রয়েছে বড় শঙ্কা। আসন্ন এশিয়া কাপেও অনিশ্চিত তিনি। চোটজর্জর বাংলাদেশ দলে বদলি হিসেবে ডাকা হয়েছে টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও পেসার ইবাদত হোসেনকে। জিম্বাবুয়েতে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে গতকাল ঢাকা ছাড়েন তারা।
বিজ্ঞাপন