ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

চোট নিয়ে ‘বড়’ শঙ্কায় লিটন

জিম্বাবুয়ে গেলেন নাঈম-ইবাদত

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২২, রবিবার
mzamin

৬ষ্ঠ ওডিআই সেঞ্চুরির প্রহর গুনছিলেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৯ রানের দূরত্বে ছিলেন তিনি। তবে ছোঁয়া হয়নি থ্রি ম্যাজিক্যাল ডিজিট। চোটে পড়ে ৮১ রানেই থামতে হয় লিটনকে। এরপর আর মাঠে নামেননি তিনি। টাইগার ওপেনার ছিটকে গেছেন গোটা সিরিজ থেকে। লিটনকে নিয়ে রয়েছে বড় শঙ্কা। আসন্ন এশিয়া কাপেও অনিশ্চিত তিনি। চোটজর্জর বাংলাদেশ দলে বদলি হিসেবে ডাকা হয়েছে টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও পেসার ইবাদত হোসেনকে। জিম্বাবুয়েতে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে গতকাল ঢাকা ছাড়েন তারা। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আঙুলে চোট নিয়ে দেশে ফিরে আসেন।  তার বদলি হিসেবে তখন কোনো ক্রিকেটার পাঠানো হয়নি। শুক্রবার হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনার লিটন ৮৯ বলে ৮১ রান করার পর সিঙ্গেল নিতে গিয়ে চোটে পড়েন। হ্যামস্ট্রিং ইনজুরিতে আর উঠে দাঁড়াতে পারেননি লিটন। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। বিসিবির ভিডিও বার্তায় দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।’ চোট সারিয়ে উঠতে এক মাসের মতো লাগবে লিটনের। এশিয়া কাপেও অনিশ্চিত তিনি। আগামী ২৭শে আগস্ট শুরু হচ্ছে এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৩০শে আগস্ট। আগামী ৮ই আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে বাংলাদেশকে। হারারেতে ম্যাচ চলাকালে চোট পান মুশফিকুর রহীম ও শরিফুল ইসলামও। চোটের কারণে ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। শরিফুল একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে এলেও আবার মাঠ ছেড়ে যান। ফিজিও মুজাদ্দেদ বলেন, ‘ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে মুশফিক ভাইয়ের। তবে এটা বড় ধরনের কিছু মনে হচ্ছে না। আশা করি, পরের ম্যাচে তাকে আমরা পাচ্ছি। শরিফুলের তাৎক্ষনিক আঘাত থাকার কারণে কিছুটা অবশ বোধ করছিল। আশা করি কালকের মধ্যে ভালো কোনো খবর দিতে পারবো।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status