ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

ভারতে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল সংসদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪০ অপরাহ্ন

ভারতে ভুয়ো ভোটার ইস্যুতে সোমবার উত্তাল হয়ে ওঠে সংসদ। এদিন অধিবেশন শুরু হতেই এই নিয়ে আলোচনার দাবি করেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই নিয়ে সংসদে আলোচনা করার দরকার আছে। সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভায় বিরোধীরা ভুয়ো ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানান। আলোচনার দাবি না মানায় কংগ্রেসহ বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।

সোমবার লোকসভায় জিরো আওয়ারে ভুয়ো ভোটার তালিকা নিয়ে সোচ্চার হন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে সমর্থন  কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন, ভুয়ো ভোটার ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে রয়েছে। রাহুলের দাবি, ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও চিন্তা বা উদ্বেগ নেই। কিন্তু দেশজুড়ে এই নিয়ে উদ্বেগ এবং প্রশ্ন দেখা দিয়েছে। গণতন্ত্র এবং সংবিধানের মূল্যবোধ রক্ষার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি  বলেন,সব বিরোধী দলই ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনার দাবি জানাচ্ছে। 

ভুয়ো ভোটার নিয়ে কয়েক দিন ধরে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন। অন্য রাজ্যের ভোটার এবং একই এপিক যুক্ত ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে বলেও অভিযোগ করেন তিনি। তারপরে তাঁর নির্দেশে ভুয়ো ভোটার খুঁজে বের করার কাজ শুরু দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এই ধরনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনারের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের দাবি,একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। এর পিছনে কী উদ্দেশ্য আছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। 

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের ভোটার তালিকা ভালো করে পর্যালোচনা করা উচিত বলেও দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status