অনলাইন
স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে দলবদ্ধ ধর্ষণের শিকার চার মাসের অন্তঃসত্ত্বা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ মার্চ ২০২৫, রবিবার, ২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন

স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী (২০)। শনিবার রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, ‘শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে রাগ করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে নয়াবাড়ী এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বাকি দুইজন পালিয়ে যায়। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ধর্ষণের শিকার নারীকে ভর্তি করা হয়েছে।’
পাঠকের মতামত
Desh dhongsho hoye gelo
ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে ফাঁসি। ********* ok*********
বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য হচ্ছে মোবাইল। সাথে এমবি নেটওয়ার্ক কি নেই। আপাতত এর একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে মোবাইল বিক্রি বন্ধ করে দেওয়া। পরে দেখে শুনে সিম দেওয়া যাবে এর একটা নীতি নির্ধারণ করা। আর এইসব ছেলে মেয়েরা এত টাকা পায় কোথায়। তাও যদি বয়স ২৫-৩০ বছর হতো চাকরি করতো সেখানে না হয় একটা বিষয় অন্তর্ভুক্ত। হতো। বয়স দেখে সিম ব্যবহারের পারমিশন দেওয়া হোক। নতুবা এগুলি আটকানো খুবই কষ্ট হবে।
ধর্ষক লীগ is in action
এমন পাশবিক বর্বর ঘটনায় নিন্দা না জানিয়ে যারা ধর্ষীতা বোনকে দায়ী করছেন তারাই মুলত ধর্ষকদের সহযোগী।। এদেরকে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এই মহিলা ঢাকায় আসল কেন? উনার বাবার বাড়ী খালার বাড়ী নানীর বাড়ী নাই???? আসলে কি বলব? আমার মনে হচ্চে এটাও হাম্বালীগের আরেক রূপ
পুরুষ মানুষ রাগ করে বাড়ী ছাড়লে হয় বাদশা। আর নারী রাগ করে বাড়ী ছাড়লে হয় বেশসা
ধর্ষণের বিচার অংগ কর্তন আইন করে করতে হবে।প্রস্তুতি নিতে পারলে ধর্ষিতা নিজই পারে।
একেতো নারী, তারপর ৪ মাসের সন্তান সম্ভাপা, তার রাগ করা ঠিক হয় নি। তারপরও বলব দেশে আসলেই ধর্ষণ অতি মাত্রায় বেরে গেছে। তদন্ত করা উচিত, কেন ধর্ষণ বেড়ে গেল।
ধর্ষকলীগ তার খেলা শুরু করেছে।
ধর্ষনলীগ তৈরী করছে মনে হয়।
ধর্ষণ প্রমানিত হলে চারজনকে ফাঁসি দিতে হবে।
এজন্য দায়ী ওই স্ত্রী। বেহায়া পরায়ন চলাফেরার জন্যই ধর্ষিত হয়েছে, এজন্য একপক্ষীয় ভাবে পুরুষকে দায়ী করা যাবে না। স্বামীর সাথে রাগ করে কেনো ওই খারাপ মহিলা ঘরের বাহির হয়েছে ?? মাতাল বা উশৃঙ্খল যুবক কি তার ঘরে গিয়ে ধর্ষণ করেছে ?? না, ওই মহিলাই ধর্ষণের ফাত পেতেছে ?????
হে আল্লাহ পাক তুমি হিফাজত কর সোনার বাংলাদেশ কে এত ধর্ষণ হচ্ছে দেশে
হটাত করে এতো ধর্ষণের ঘটনা বেড়ে গেলো কেন? কিসের ঈঙ্গিত। কে নাড়ছে কলকাটি?
ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে ফাঁসি।