অনলাইন
বাধ্যতামূলক ভোটদান গণতন্ত্রের নীতি বিরুদ্ধ, ভারতের মন্ত্রীর দাবি!
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৫:১২ অপরাহ্ন

ভোট দেওয়া একটি অধিকার, কর্তব্য নয়। এমনটাই মনে করেন ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী এবং দেশটিতে ক্ষমতাসীন দল বিজেপি'র নেতা এস পি সিং বাঘেল। শুক্রবার বাঘেল বলেছেন যে, ‘বাধ্যতামূলক ভোট দেওয়ার ধারণা গণতন্ত্রের নীতির বিরুদ্ধ।’
ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ ২০১৯ সালে বিজেপি সদস্য জনার্ধন সিং ‘সিগ্রিওয়াল’ দ্বারা উত্থাপিত বাধ্যতামূলক ভোটিং বিলের বিতর্কের জবাবে বাঘেল জানিয়েছেন, মানুষ যদি ভোট দিতে আগ্রহী না হয় তবে তাদের তা দিতে বাধ্য করা যাবে না।
বাঘেল উল্লেখ করেছেন, গুজরাট বিধানসভা নির্বাচনে ভোটদান বাধ্যতামূলক করার একটি প্রস্তাব পাস হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছিল। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘বাধ্যতামূলক ভোটদানের বিষয়ের পক্ষে যা বলা হচ্ছে তার সঙ্গে আমি একমত, তবে ভোটাধিকার প্রয়োগ না করার জন্য শাস্তি দেওয়ার ভাবনা বাস্তবসম্মত নয়।’
বাঘেল বলেন, ‘ফিলিপাইন, স্পেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে, ভেনেজুয়েলা, বুলগেরিয়া এবং চিলি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাধ্যতামূলক ভোটদানের অনুশীলন চেষ্টা করেছিল কিন্তু তারা শীঘ্রই বুঝতে পেরেছিল যে এই নিয়ম বৈষম্যমূলক হচ্ছে। যা আরও ক্ষতিকারক হবে।’
তার বক্তৃতার সময়, বাঘেল বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘বাধ্যতামূলক ভোটদান ভোটকেন্দ্রে ভোটারদের আকৃষ্ট করে না। ২০০৯ সালের তুলনায় ২০১৪ সালে ভোট ৮.৪ শতাংশ বেড়েছে। কারণ ভোটাররা নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন’।
মন্ত্রীর সংযোজন, গত লোকসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতি সর্বকালের সর্বোচ্চ। ভোট পড়েছিল ৬৬.১১ শতাংশ।