অনলাইন
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই রাজধানীতে বাস চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরের পরপরই ফাঁকা হতে থাকে রাজধানীর সড়ক। রাজধানীর সব রুটেই ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেন বাস মালিকরা। ফলে রাত ১১টা থেকে সড়কে দেখা যায়নি নগরের সিটি বাস। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপাকে পড়েন নগরবাসী।
শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার, কমলাপুর রেল স্টেশন ও সায়দাবাদ বাস স্ট্যান্ড ঘুরে কোনো সিটি বাস চলতে দেখেননি। তবে নিয়ম অনুসারে ছেড়ে গেছে দূরপাল্লার বাসগুলো। সকালেও ছাড়েনি বাসগুলো। আর ছাড়বে কি না তা নিয়ে অনেকটাই দোটানায় আছেন বাস চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রেতারা। তবে বাসচালকরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আগের ভাড়ায় বাস চালালে লোকসান গুনতে হবে। তাই তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।