খেলা
নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ দেখছেন ইয়ুর্গেন ক্লপ
স্পোর্টস ডেস্ক
৬ আগস্ট ২০২২, শনিবার
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা লড়াইটা মূলত হয়েছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে সিটির কাছে ট্রফি খোয়ায় অলরেডরা। পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ-এ থাকা বাকি তিন দল ম্যান সিটি ও লিভারপুলের চেয়ে অনেকটাই পিছিয়ে থেকে মৌসুম শেষ করে। তবে ২০২২-২৩ মৌসুমের গল্প ভিন্ন হবে বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। স্বাগতিক ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ইংলিশ প্রিমিয়ার লীগ মৌসুম শুরু করবে লিভারপুল। একই দিন মাঠে নামছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। এভারটনের মাঠে লড়বে চেলসি। গতবার তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল টমাস টুখেলের দল। আর নিজ মাঠে টটেনহ্যামের প্রতিপক্ষ সাউদাম্পটন। দলটির ইতালিয়ান কোচ আন্তেনিও কন্তে বলেছেন, ‘আমরা গত মৌসুম থেকে উন্নতি করার চেষ্টা করবো।’ গত মৌসুমে চতুর্থ হয়েছিল স্পাররা।