বাংলারজমিন
কালিহাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার এস আই জ্বিলকদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক (৩৬) বছর। সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত যুবকের পরিচয় জানা যায়নি।