বাংলারজমিন
গফরগাঁওয়ে একই পরিবারের ৫ সদস্যকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট
গফরগাঁও (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা
৬ আগস্ট ২০২২, শনিবারগফরগাঁওয়ে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গফরগাঁও পৌর শহরের ৫নং ওয়ার্ডে টিচার্স রোড এলাকায় আকরাম হোসেনের (৪৫) বাসায়। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাসার কিচেনের জানালা দিয়ে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ স্প্রে করে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের ৫ সদস্য অজ্ঞান হয়ে পড়ে। পরে গভীর রাতে বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে সমস্ত বাসা তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। সকালে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশীরা টের পেয়ে অসুস্থ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আকরাম হোসেন, সোরাইয়া (২৯), ইকরা (১১), রাহাদ (৮), রৌশান (৫) সকাল ৯টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অজ্ঞান অবস্থায় রয়েছে। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।