বাংলারজমিন
বাল্যবিয়েকে ‘না’ সহস্রাধিক শিক্ষার্থীর
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৫ আগস্ট ২০২২, শুক্রবারবাল্য বিয়ে বিরোধী শপথ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। গতকাল সদর উপজেলার রাধিকায় লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমাবেশে এই শপথ পাঠ করানো হয়। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্য্লাটফরমস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) উদ্যোগে ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। সভাপতিত্ব করেন লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সদস্য এসএম শাহিন, পৌর কাউন্সিলর নিলুফাইয়াসমিন, পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলিটেটর খোদেজা বেগম প্রমুখ।