বাংলারজমিন
এটিএম আজহারুলের মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতের বিক্ষোভ
বাংলারজমিন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারকারাবন্দি জামায়াতের সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, গতকাল জামায়াতের চট্টগ্রাম মহানগরী আয়োজিত ঐতিহাসিক লালদীঘির মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অসংখ্যবার জেল কেটেছেন এটিএম আজহার। তিনি ১৩ বছরের অধিককাল কারাগারে বন্দি। এভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছে। জামায়াত ইসলামী অন্যায় ও অবিচারের কাছে মাথানত করবে না। ন্যায় বিচারের জন্য ৫ আগস্টে ছাত্রজনতা রক্ত দিয়েছে। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। ৪৮ ঘন্টার ভেতর জননেতা এটিএম আজহারকে মুক্তি দিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার প্রমুখ।
রাঙামাটি
রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের অন্তত দুই হাজার নেতাকর্মী। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে গতকাল বিকেলে রাঙামাটি পৌরসভার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ন রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ঘুরে বনরূপা ট্রাফিক বক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে লক্ষাধিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে একযোগে শহরের ৪টি প্রবেশদ্বার খুলনা রোড মোড়, আমতলা, তুফান কোম্পানি মোড় ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। পরে এক বিশাল সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এর নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
খুলনা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, গতকাল বিকাল ৪টায় খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে মহানগর ও জেলা জামায়াতের যৌথ আয়োজনে বিক্ষেভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনে ফ্যাসিবাদের প্রতীক হয়ে বসে আছেন। তিনি দাবি করে বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রহসনের রায়ে সাজা পাওয়া মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে অন্তত একটি সুবিচার করুন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, মাওলান কবিরুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, আজিজুল ইসলাম ফরাজি, আরাফাত হোসেন মিলন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন হেলাল ।
ফেনী
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে অর্ধলক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলাম। গতকাল বিকালে শহরের মিজান ময়দান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কলেজ রোড, দোয়েল চত্বর, খেজুর চত্বর, জহিরিয়া মসজিদ প্রদক্ষিণ করে মহিপালে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, জেলা আমীর মাওলানা আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমসহ জেলার, ছয় উপজেলার ৪৩ ইউনিয়নের অর্ধলক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল বিকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী শহরের চৌরঙ্গী মোড় এলাকার মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির উপাধ্যক্ষ (অবঃ) মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর এলাকার তেতুঁলিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, গতকাল বিকাল সাড়ে ৪টায় নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে করে জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। প্রয়াজনীয় সংস্কার করে, একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সম্মানে বিদায় গ্রহণ করবেন। জেলা জামায়েত এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো.ইসমাইল হোসেন মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম, শহর আমির মাওলানা মো. ইউসুফ, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।
কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, গতকাল বিকালে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এর আগে কলেজ মাঠে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ মিয়া এবং জেলা শিবিরের সভাপতি মো. মুকুল হোসেন। এরপর জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দীনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠ থেকে বিপুলসংখ্যক জামায়াত শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম আদর্শ মজিদা কলেজ গেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে জানান, মৌলভীবাজারে সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর জেলা শাখা। গতকাল দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের মনোনীত র্প্রার্থী মো. আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দে সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব প্রমুখ।
বগুড়া
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে জানান, বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। গতকাল বেলা সাড়ে ৩টায় পৌর পার্ক থেকে শুরু হয়ে পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে ওই মিছিল। এ সময় নেতাকর্মীরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার দাবীতে বিক্ষোভে ফেটে পড়েন। দুপুরে শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। বক্তব্য রাখেন- বগুড়া শহর আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মানছুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক প্রমুখ।
দিনাজপুর
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াত নেতা এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো প্রমুখ।
কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি অথবা আপনাদের বিদায় নিতে হবে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এ রায় ঘোষনা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সকল নেতার ফাঁসি জেল জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না। আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন।
কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। গতকাল দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল বের করা হয়। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
নাটোর
নাটোর প্রতিনিধি জানান, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আলটিমেটাম দিয়ে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গতকার সকালে শহরের মাদ্রাসা মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামাতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক ইউনুস আলী, জেলা ব আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর আমির মীর নুরুন্নবী প্রমুখ।
যশোর
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, গতকাল সকালে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জামায়াত। এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেয়া হয়। দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।
পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে জানান, পাবনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিলিছটি কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এর আগে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামী। গতকাল বেলা সাড়ে ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত ও ছাত্রশিবিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়া
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে সমাবেশ ও মিছিল হয়েছে। মঙ্গলবার শহরের কাউতলী মোড়ে মিছিল ও সমাবেশ হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের সুরা সদস্য নজরুল ইসলাম খাদেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যান সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।
গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরুর আগে জেলা শহরের শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামাতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জত আলী।