ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তানের নাম

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে কিনা, এ নিয়ে কম জলঘোলা হয়নি। অনেক বিতর্কের পর শেষ পর্যন্ত আইসিসির নিয়ম মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার উন্মোচিত হয় ভারতের আইসিসি ইভেন্টের জার্সি। পাকিস্তানের নামসংবলিত নতুন জার্সি গায়ে চাপিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
নানা যুক্তি-পাল্টা যুক্তিতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণ মেলে হাইব্রিড মডেলে। দেশের সরকার থেকে অনুমতি না পাওয়ায় নিজেদের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলবে ভারত। যে দল যেখানে খেলুক, নিয়ম অনুযায়ী সব দেশের জার্সিতেই থাকতে হয় মূল আয়োজক দেশের নাম। বৈশ্বিক সব টুর্নামেন্টে এমনটাই হয়ে আসছে। প্রত্যেক দেশের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে আয়োজকদের নাম ও সাল লেখা হয়ে থাকে। যেকোনো কারণে টুর্নামেন্ট অন্যত্র সরে গেলেও এই রীতি অপরিবর্তিত থাকে। ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে যায় আরব আমিরাতে। তবুও সব দল ‘ভারত ২০২১’ লেখা জার্সি গায়ে জড়িয়ে খেলে। কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিজেদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লেখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। এ প্রসঙ্গে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু শেষ পর্যন্ত নিয়ম মেনেই জার্সি উন্মোচন করলো ভারতীয়রা। অন্যদিকে ভারতকে আরেকটি জায়গায় ঠিকই খোঁচা মেরে বসেছে পিসিবি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এমন চিত্র। স্টেডিয়ামটির মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ডে লাগানো হয়েছে বেশ কিছু পতাকা। 
যার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা দেখা যায়। ভারতের হিন্দুস্তান টাইমস এর খবরের মতে, ভিডিওটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। সেখানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তানের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা। ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারতের পতাকা না রাখাকে ভক্ত-সমর্থকরা দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন। যদিও এ ব্যাপারে পিসিবি’র কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ক্যাপ্টেন’স ডে’র অনুষ্ঠানে যাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত এমন কোনো আয়োজনও হয়নি।

পাঠকের মতামত

আরত ভেবেছে তারা যা বলবে তাই হবে। কিন্তু ওদের দাদাগিরি আর কাজে আসবে না।

মকবুল হোসেন
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:৩৩ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status