ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ক্রিপ্টোকারেন্সিকাণ্ডে ফেঁসে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন

mzamin

এবার ক্রিপ্টোকারেন্সিকাণ্ডে ফেঁসে যাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মাইলি। ক্রিপ্টোকারেন্সির দরপতনের ঘটনায় জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিপ্টোকারেন্সিকে অনুমোদন দেয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শুক্রবার এক্সে দেয়া পোস্টে মাইলি লিব্রা কয়েনকে ছোটখাটো ও নতুন ব্যবসায় সাহায্যকারী হাতিয়ার হিসেবে অনুমোদন দেন। এছাড়া ওই পোস্টে একটি লিংক দিয়ে ক্রিপ্টো কারেন্সি ক্রয় করতে সবাইকে আহ্বান জানান। তার পোস্টের পর কয়েক ঘণ্টায় দাম বেড়ে যায় ক্রিপ্টোকারেন্সির। তবে কিছুক্ষণ পর পোস্ট ডিলিট করে দেন তিনি। এর পরপরই দরপতন হয় লিব্রার। ফলে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা। এতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দেশটিতে। এরই পরিপ্রেক্ষিতে কংগ্রেসের কিছু বিরোধী দলীয় সদস্য তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানিয়েছেন। 

রোববার আইনজীবীরা দেশটির আদালতগুলোতে তার বিরুদ্ধে ফৌজদারি জালিয়াতির অভিযোগ করেছেন। এদিকে অনলাইনে সমালোচকরা মাইলির বিরুদ্ধে একটি প্রতারণামূলক অনুশীলনের অভিযোগ এনেছেন। তাতে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি বাতিলের আগে এর মূল্য কৃত্রিমভাবে বাড়ানো হয়। এর ফলে বিনিয়োগকারীদের হাতে থাকে কিছু মূল্যহীন সম্পদ। তবে এর জবাবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, ওই পোস্টকে কেন্দ্র করে জনগণের প্রতিক্রিয়ার পর এ নিয়ে যাতে আর কোনো জল্পনা-কল্পনা না হয় তাই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। অফিস থেকে আরো বলা হয়, মাইলি ওই ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সম্পৃক্ত নন। আরো বলা  হয়, সম্ভাব্য অসদাচরণ পরীক্ষা করার জন্য দুর্নীতিবিরোধী অফিস তদন্ত করবে। জোনাথান বালদিভিজো ও মামলার অন্য বাদী যুক্তি দেখিয়েছেন যে, ওই জালিয়াতিতে মাইলির পদক্ষেপ বিতর্কিত ভূমিকা পালন করেছে। মাইলির রাজনৈতিক বিরোধীদের মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কিরচার তাকে ‘ক্রিপ্টো স্ক্যামার’ বলে মন্তব্য করেছেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status