খেলা
পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকায় যা বলছে পিসিবি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৪৮ অপরাহ্ন

আগামীকাল থেকে পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের সব ম্যাচ হবে দুবাইতে।গত কয়েকদিন ধরে নতুনভাবে বিতর্কের জন্ম দেয় পতাকার বিষয়টি। পাকিস্তানের স্টেডিয়ামে সাত প্রতিযোগী দেশের পতাকা থাকলেও অনুপস্থিত ভারতের পতাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা লাগানো হয়েছে। নেই শুধু ভারতের পতাকা। নতুন করে জন্ম নেয়া এ বিতর্ক নিয়ে দেশটির গণমাধ্যমে পিসিবির এক মুখপাত্র ব্যাখ্যা দেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না। সেক্ষেত্রে দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়ানো হবে না।
পিসিবির এক কর্মকর্তা জানান, আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে।
তবে পিসিবি তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’
আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৩টায়, করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পরদিন (২০ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে।