বিশ্বজমিন
জিম্মিদের মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এবার গাজা থেকে জিম্মিদের মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। সোমবার দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এ সপ্তাহের বৃহস্পতিবার তারা হামাসের কাছ থেকে চার জিম্মির মৃতদেহ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আগামী শনিবার ছয়জন জীবিত জিম্মিকে ফিরিয়ে আনতে কাজ করছে তেল আবিব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
এতে বলা হয়, যদি এই হস্তান্তর প্রক্রিয়া সফল হয় তাহলে গত মাস থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ৩৩ জনের মধ্যে চারজন অবশিষ্ট থাকবে। ধারণা করা হচ্ছে এই চারজন মৃত। যাদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
অন্যদিকে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে মৃত জিম্মিদের নাম ইসরাইলকে দেবে হামাস। এরপর আইডিএফের অ্যাম্বুলেন্সে করে লাশগুলো আবু কাবির ফরেনসিক ইন্সটিটিউটে পাঠানো হবে। সেখানে লাশগুলো পরীক্ষা করার পর পরিবারকে অবহিত করা হবে।
প্রসঙ্গত, ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের ঠিক আগের দিন ১৯ জানুয়ারি তিন ধাপের যুদ্ধবিরতির চুক্তি কার্যকর শুরু করেছে হামাস ও ইসরাইল। চুক্তি অনুযায়ী এ সপ্তাহেই শেষ হচ্ছে প্রথম ধাপের জিম্মি ও বন্দি বিনিময়ের পর্ব। এর মধ্যে ইসরাইলের বিরুদ্ধে গত সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে হামাস। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে ইসরাইল।