বিশ্বজমিন
শান্তি রক্ষায় ইউক্রেনে সেনা মোতায়েন করবে বৃটেন
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

শান্তি রক্ষায় ইউক্রেনে সেনা মোতায়েন করার বিষয়ে সম্মতি দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে শান্তি চুক্তি হিসেবে সেখানে বৃটিশ সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছি। ভবিষ্যতে পুতিনকে এমন আগ্রাসন থেকে বিরত রাখতে হলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অপরিহার্য বলেও মনে করেন বৃটেনের প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, সোমবার প্যারিসে ইউরোপীয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠকে উপস্থিত হবেন স্যার কিয়ের স্টারমার। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার ক্ষেত্রে সেখানে সেনা মোতায়ানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃটেনের সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেছেন, আমি এ বিষয়টি হালকাভাবে বলছি না। আমি গভীরভাবে এটা অনুভব করি যে, ইউক্রেনে বৃটিশ সেনা মোতায়েনের ফলে তাদের ঝুঁকি তৈরি হবে। তবে ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে গোটা ইউরোপ এবং বৃটেনের নিরাপত্তা জড়িত বলে জোর দিয়েছেন স্টারমার। তিনি বলেন, যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে তা কেবল সাময়িক বিরত হবে না। পুতিন পুনরায় ইউক্রেনে হামলা চালানোর আগেই এটা নিশ্চিত করতে হবে।
বৃটেনের সেনা মোতয়েন করা হবে ইউক্রেন এবং রাশিয়া নিয়ন্ত্রিত সীমান্তে। যেখানে ইউরোপের অন্যান্য দেশের সৈন্যরা রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েই ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী। এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান লর্ড ড্যানাট বিবিসিকে বলেছিলেন, বৃটেনের সেনাবাহিনী ‘এতটাই হতাশ’ যে তারা ভবিষ্যতে ইউক্রেনে কোনো শান্তিরক্ষা মিশনের নেতৃত্বে দিতে পারবে না। তার এই মন্তব্যের পরই ইউক্রেনে সেনা মোতয়েনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। এ বিষয়ে তিনি আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।