ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

পাঞ্জাবে ফেরত আসা ৬৫ জন খরচ করেছিলেন সাড়ে ২৭ কোটি রুপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোরা ভারতে ফিরে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন সংবাদ মাধ্যমকে। কখনো জঙ্গল, কখনো পাহাড় পেরিয়ে পৌঁছাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে স্বপ্ন পূরণ করতে। কিন্তু ধরা পড়ে আরও দুর্বিষহ জীবনের মুখোমুখি হতে হয়েছে তাদের। ভারতের অমৃতসরে নামা দ্বিতীয় বিমানটিতে ছিলেন পাঞ্জাবের ৬৫ জন। আর রিপোর্ট অনুযায়ী, এই ৬৫ জন আমেরিকায় যাওয়ার জন্যে এজেন্ট তথা মানব পাচারকারীদের কোটি কোটি রুপি দিয়েছিলেন। কেউ নিজের জমি বিক্রি করে, কেউ নিজের বাড়ি বন্ধক রেখে দালালদের টাকা দিয়ে অবৈধ উপায়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সব মিলিয়ে এই ৬৫ জন ২৭.৫ কোটি টাকা দালালদের দিয়েছিলেন আমেরিকায় পৌঁছে দেয়ার জন্যে। অবশ্য তারা যে প্রতারিত হবেন প্রথমে তা ভাবেননি। 

দ্বিতীয় বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা অবৈধ অভিবাসীদের মধ্যে ১১ জন ছিলেন গুরুদাসপুরের।  কপুরথালার ১০ জন ফিরে আসেন। হোশিয়ারপুরেরও ৯ জন ছিলেন সেই বিমানে। রিপোর্ট অনুযায়ী, মহালির এক দম্পতি আমেরিকায় পৌঁছাতে দালালকে ১ কোটি ৭০ লাখ টাকা দিয়েছিলেন। পঞ্জাবের বাকি অবৈধ অভিবাসীরা কম-বেশি মাথা পিছু ৫০ লাখ টাকার মতো দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে। এই সব দালালরা পাঞ্জাব, হরিয়ানা এমনকী দুবাই থেকে কাজ চালায়। ভারতে ফিরে এসে এই অবৈধবাসীরা দাবি করেন, এত টাকা দেয়া সত্ত্বেও তাদের দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গল পার করে মেক্সিকো হয়ে আমেরিকায় নিয়ে যাওয়া হয়।

জলন্ধরের এক যুবক সংবাদমাধ্যমকে বলেন, আমি এক এজেন্টকে ৪৫ লাখ রুপি দিয়েছিলাম। সে দাবি করেছিল যে, সব বৈধ নথি করিয়ে দেবে। তবে আমি মেক্সিকো পৌঁছানোর পরে বুঝতে পারি যে আমি ফাঁদে পড়েছি। আর কিছু করার নেই। এরপর আমি ধরা পড়ি। কয়েকমাসের কষ্টের পর আমাকে ফেরত পাঠানো হয়েছে। এমনভাবে এত লাখ লাখ রুপি দালালদের দেয়ার পরে অধিকাংশরই আর্থিক স্থিতি খারাপ। অনেকেই দেনার দায়ে ডুবে গিয়েছে। তাদের ‘মার্কিন স্বপ্ন’ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 

সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছেন, যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে, যারা সত্যিই ভারতীয় এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি। ইতিমধ্যে দুই দফায় ২২০ জন অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত এসেছেন। তাদের হাতকড়া পড়িয়ে এবং শিকল বেঁধেই ভারতে আনা হয়েছে বলে অভিযোগ।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status