ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

প্রিমিয়ার লীগে গুলশান ক্লাবে লিটন!

স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবারmzamin

আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসর। ২২ ও ২৩শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দলবদলের সময়, তবে এর আগেই দল গোছানো শুরু করেছে ক্লাবগুলো। প্রায় সব দলেই এবার পরিবর্তনের ছোঁয়া। বাজেটের অভাবে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। যার মধ্যে আছেন লিটন কুমার দাসও। আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি এবারের লীগে কোন দলে খেলবেন তিনি। তবে জাতীয় দলের এই ওপেনার খেলতে পারেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। লিটনের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে ক্লাবটির একটি সূত্র।
ওয়ানডেতে ২০২৪ সাল দুঃস্বপ্নের মতো কেটেছে লিটন কুমার দাসের। বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি। বিপিএল শেষে ছুটি কাটিয়ে লিটন যোগ দিয়েছেন বাংলা টাইগার্স ক্যাম্পে। জাতীয় দলে নেই কিন্তু পরিকল্পনায় আছেন এমন ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তত রাখে বাংলা টাইগার্স ক্যাম্প।  জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। কোচ সোহেল ইসলামের অধীনে এই ক্যাম্প চলবে ডিপিএল শুরুর আগ পর্যন্ত। আপাতত ক্রিকেটাররা এখানে সাদা বলে অনুশীলন করবেন।
প্রথম দিনের অনুশীলন শেষে লিটনকে নিয়ে টাইগার্সের কোচ সোহেল ইসলাম দৈনিক মানবজমিনকে বলেন, ‘ভালো, ছন্দে ফিরতেছে। ( কোন জায়গা নিয়ে কাজ করছে) এটা তো পাবলিকলি বলা সম্ভব নয়, ঠিকও না। ও বাংলা টাইগার্সে এসেছে নিজেকে প্রস্তুত করছে পরবর্তী জিম্বাবুয়ে সিরিজের জন্য, এছাড়া তার আগে যে লীগগুলো আছে। আসলে ও কিছু জায়গায় সমস্যা বোধ করছিল, সেখানে উন্নতি করার চেষ্টা করছে। সাধারণত লিটনের মতো খেলোয়াড়রা তো আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই প্রস্তুতি নেয়, তো তাদের প্রস্তুতিটা সেই স্ট্যান্ডার্ড মেনেই হয়।’
তবে লিটনকে নিয়ে আগ্রহের জায়গা রয়েছে প্রিমিয়ার লীগে। কারণ, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কোন দলের হয়ে খেলবেন তিনি। গত কয়েক বছর আবাহনীর হয়ে খেলেছেন লিটন। যদিও জাতীয় দলের সিরিজ থাকায় লীগের বেশিরভাগ অংশ মিস করেন তারকা ক্রিকেটাররা। তবে তাদের দলে ভিড়িয়ে স্কোয়াডে শক্তি বাড়িয়ে রাখে ক্লাবগুলো। এবার আবাহনী বাজেট স্বল্পতায় নাঈম শেখ, তাউহীদ হৃদয়, লিটনসহ একাধিক বড় নাম ছেড়ে দিতে বাধ্য হয়েছে। 
আবাহনীর নতুন হেড কোচ হান্নান সরকার মানবজমিনকে বলেন, ‘আমাদের তো এবার বাজেট স্বল্প। লিটন বড় খেলোয়াড়, ডিমান্ডও বেশি। বাজেটের কারণেই ওর প্রতি আগ্রহ নেই এবার। আর আমরা ইতিমধ্যে দল করে ফেলেছি। শুধু লিটন না, নাঈম-
হৃদয়দেরও একই কারণে এবার ধরে রাখতে পারিনি।’
তাহলে লিটন খেলবেন কোন দলে! আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুলশান ক্রিকেট ক্লাবের একটি সূত্র জানিয়েছে লিটনের সঙ্গে তাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত। খালেদ মাহমুদ সুজন এবার দলটির হেড কোচ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান  এই ক্লাবে বিনিয়োগ করছেন। যদিও তামিম খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তিনি দলটির নেতৃত্বও দিবেন। 
এছাড়া তাওহীদ হৃদয়কে নিয়ে চলছে দুই ক্লাবের কাড়াকাড়ি। মোহামেডান তাকে দলে ভিড়িয়েছে বলে খবর বের হলেও এখনও রেসে আছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। মোহামেডান হৃদয়কে ৬০ লাখ টাকা প্রস্তাব দিয়েছে। তবে রুপগঞ্জ জাতীয় দলের এই ডানহাতি ব্যাটারের জন্য ৭০ লাখ টাকা খরচ করতেও রাজি। যদিও বিভিন্ন সূত্র জানাচ্ছে, মোহামেডানই শেষ পর্যন্ত হৃদয়কে দলে টানার দৌড়ে জিততে পারে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status