ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তারুণ্যনির্ভর দল গড়লো লিজেন্ডস অফ রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসন্ন আসরের জন্য তারুণ্যনির্ভর দল গড়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। জাতীয় দলসহ ঘরোয়া ক্রিকেটের তরুণ তুর্কিরা এবারের লীগ খেলবেন দলটির হয়ে।
দলটির হয়ে এবারের আসরে ওপেন করবেন জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের ওপেনারও এই দুজন। ৩ নম্বরে আছেন ঘরোয়া ক্রিকেটের আরেক পরীক্ষিত নাম ও সাম্প্রতিক সময়ে উন্নতি করা ব্যাটারদের একজন সাইফ হাসান। এরপর মিডল অর্ডারে আছেন মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক ও আকবর আলী। জাকের আলী জাতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। বাকি দুজনও ধারাবাহিকভাবে পারফর্ম করেন ঘরোয়া ক্রিকেটে। 
বাংলাদেশ ক্রিকেটে এখন সময়ের সেরা অফ স্পিনার শেখ মেহেদীও এবার ডিপিএল খেলবেন লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে। বোলিং আক্রমণে তানজীম হাসান সাকিব, শরিফুলদের মতো সময়ের অন্যতম সেরা পেসার আছেন দলটিতে। স্পিন আক্রমণে মেহেদীর সঙ্গে আছেন তানভীর ইসলামও। এছাড়া আছেন রেজাউর রহমান রাজা ও রেজওয়ানের মতো পেসাররা। দলটির অধিনায়কত্ব করতে পারেন আকবর বা সাইফ হাসানের মধ্যে একজন। আর তাসকিন আহমেদ ও তাউহীদ হৃদয় থেকে অন্তত একজনকে দলে নেওয়ার চেষ্টা করছে রূপগঞ্জ।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status