ভারত
অবৈধ ভারতীয় অভিবাসী বহনকারী মার্কিন বিমানের অমৃতসরে নামা নিয়ে আপত্তি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো চলছে পুরোদমে। ইতিমধ্যেই দুই দফায় ২২০ জন ভারতীয় ফেরত এসেছেন। তৃতীয় আরেকটি মার্কিন বিমান ১৫৭ জন ভারতীয় অভিবাসী নিয়ে আজ রোববারই অমৃতসরের শ্রী রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা। সূত্র মারফত এই খবর জানানো হলেও এই বিমানে কোন রাজ্যের কতজন তা জানা যায়নি।
ভারতের প্রধানমন্ত্রী অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন অবৈধ অধিবাসী সেখানে থাকার কোনও অধিকার থাকতে পারে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের হিসাব অনুযায়ী, প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের নিয়ে সব কটি মার্কিন বিমানের অমৃতসরে নামানো নিয়ে প্রবল আপত্তি তুলেছেন পাঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, পাঞ্জাব ও পাঞ্জাবীদের গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে তিনি বলেছেন, আমাদের এই পবিত্র নগরীকে ডিপোর্ট সেন্টারে পরিণত করবেন না। তার মতে, ভারতের অনেক জায়গাতেই বিমানঘাঁটি রয়েছে। সেখানেও বিমান নামানো যেতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, কী কারণে অমৃতসরকে মার্কিন বিমান নামানোর জন্য বাছাই করা হল। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন।
গত ৫ ফেব্রুয়ারি প্রথম মার্কিন সামরিক বিমানটি ১০৪ জন ভারতীয অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করেছিল। সেই দফায় ছিলেন পাঞ্জাবের ৩০ জন, ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, তিনজন মহারাষ্ট্র ও ৩ জন উত্তরপ্রদেশের এবং দুজন চণ্ডীগড়ের বাসিন্দা। এদেরকে হাতকড়া শিকল পরিয়ে ভারতে আনা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছিল। সমালোচনায় মুখর হয়েছিলেন মানবাধিকার সংস্থাগুলোও। তবে দ্বিতীয় দফায় শনিবার যে ১১৬ জনকে নিয়ে মার্কিন সামরিক বিমান অমৃতসরে নেমেছে তাদের কী অবস্থায় নিযে আসা হয়েছে তা জানা যায় নি। তবে দ্বিতীয় দফায় ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৬৫ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া, গুজরাতের আট জন, উত্তরপ্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে ফেরত পাঠানো হয়েছে। পাঞ্জাবের বাসিন্দাদের নথিপত্র খুঁটিয়ে দেখার পর তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। বাকীদের বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে পাঠানো হবে।
এদিকে ফেরত আসা অভিবাসীরা অধিকাংশের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাভেল এজেন্টরা লক্ষ লক্ষ রুপি নিয়ে প্রতারণা করে তাদের ভয়ংকর বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তবে এই সব ট্রাভেল এজেন্টদের খোঁজে সরকার তল্লাশি শুরু করেছে।