রাজনীতি
গাজীপুর মহানগর জামায়াতের ইউনিট কমিটির সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
(১ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন
কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, পক্ষপাতমুক্ত জীবন, প্রতিটি কাজে আল্লাহকে সাক্ষী রেখে নেতা কর্মীদের দাওয়াতি কাজে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । আজ শুক্রবার সকালে টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে গাজীপুর মহানগর ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি আ স ম ফারুকের পরিচালনায় উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে আরও বলেন, গাজীপুর মহানগরীর আজকের ইউনিট প্রতিনিধি সম্মেলনটি মহাসম্মেলনে রুপ নিয়েছে। তিনি গাজীপুর মহানগরকে ইসলামের দুর্গ হিসেবে রুপান্তরিত করতে ইউনিট প্রতিনিধিদের আহ্বান জানান।
তিনি ইউনিট দায়িত্বশীলদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদেরকে কাংখিত মানের দায়িত্বশীল হতে হবে। আর একজন কাংখিত নিবেদিত ইসলাম প্রিয় দায়িত্বশীল হতে হলে, কঠোর পরিশ্রম ও অধ্যাপনার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করতে হবে। প্রতিটি ইউনিট দায়িত্বশীলকে রাজনৈতিক, সাংগঠনিক ও দ্বীনি যোগ্যতা অর্জন করে তার প্রভাব সমাজে প্রতিফলিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, দীর্ঘ বছর অপেক্ষার পর আল্লাহ পাকের অশেষ রহমতে মুক্ত পরিবেশে আজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। এ-ই জন্য শুকরিয়া হিসেবে বেশি বেশি দাওয়াতী কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করেন না, তাঁরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করেন। বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যতোই প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে, তাতে কোনো কিছু যায় আসে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিকড় মজবুত। তাঁরা কুরআন হাদিস আঁকড়িয়ে ধরে আছেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড: অধ্যক্ষ মাওলানা মোঃ খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড: মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মোঃ আবুল হাশেম খান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, ও গাজীপুর -৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য, মেট্রো সদর জামায়াতের আমীর, গাজীপুর-৪, আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ সালাউদ্দিন আইয়ুবী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাঃ জামাল উদদীন বলেন, আজকের এই ইউনিট প্রতিনিধি সম্মেলনটি গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে। তিনি দায়িত্বশীলদেরকে কল্যাণকর রাষ্ট্র ও দায়িত্ব ও কর্তব্য পরায়ন শাসক গঠনের জন্য গাজীপুরের প্রতিটি এলাকায় নেতাকর্মীদের দাওয়াতী কাজে নিমজ্জিত হতে বিনীতভাবে অনুরোধ জানান। উক্ত সম্মেলনে প্রায় ৫ হাজার নারী পুরুষ দায়িত্বীল ব্যক্তি অংশ নিয়েছেন।