অনলাইন
‘প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করতে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে সংস্কারের সুপারিশ’
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করতেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রীয়াজ। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবিলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করতে অন্য কোনো পথ না পেয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করা হয়েছে। একবার প্রধানমন্ত্রী হলেই তাকে আর কখনো জবাবদিহি করতে হয় না। এটা থেকে বেরিয়ে আসতেই ওই অনুচ্ছেদ পরিবর্তনের কথা বলা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবিলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে কমিশনের প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কারের বিষয়ে সবাই ঐকমত্য আছে বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত
Presidential Govt.. Not bad.
We don't want parliamentary system like the UK; we want presidential system like the USA.