অনলাইন
হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি: আ স ম রব
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশের ছাত্র-জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এবং প্রমাণিত অপরাধী বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি।
জেএসডি সভাপতি বলেন, বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। অবৈধ-ক্ষমতা দখলে রাখার স্বার্থে, ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায়সঙ্গত হবে না। দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর, বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ। এখন শেখ হাসিনার উচিত সমস্ত ধরনের কূপমন্ডুকি পরিহার করে, ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া। সত্যের প্রতি আনুগত্য হওয়া ভিন্ন আর কোনো বিকল্প নেই।
আ স ম আবদুর রব বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে, ২৪’-এর গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। কারণ, আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা, এমপি ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে, বিশাল একটি অংশ সাহায্যকারীর ভূমিকা নিয়েছে এবং অনেকেই ইচ্ছাকৃত সমর্থন যুগিয়েছে। ইতিহাসের ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার নিঃশেষ হয়ে গেছে।