ভারত
সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ছেলে ফিরলেন কংগ্রেসে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

সাবেক প্রেসিডেন্ট মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি অবশেষে কংগ্রেসে ফিরে এলেন। বুধবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে দলে ফেরেন তিনি।
২০২১ সালের ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেসে কোনও দিনই তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে। বরং অনেকটাই রাজনীতির অন্তরালে চলে গিয়েছিলেন। প্রায় ৪ বছর পর কংগ্রেসে ফিরে অভিজিৎ বলেন, ‘কংগ্রেস ছেড়ে ভুল করেছিলাম। সেজন্য ক্ষমা চাইছি।’
তিনি বলেন, ‘অনেকদিন আগেই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। দেরি হয়ে গেল। আজ কংগ্রেস পার্টিতে ও রাজনীতিতে দ্বিতীয় জন্ম হল আমার। আমি ২০১১ সালের মে মাসে কলকাতাতেই কংগ্রেস পার্টিতে যোগদান করেছিলাম। ধরে নিন যে, আমি এতদিন কংগ্রেস থেকে ছুটিতে ছিলাম। আমি কৃতজ্ঞ যে, পুনরায় আমাকে কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে কংগ্রেস ছেড়ে একটা ভুল কাজ করেছিলাম। আমি সেজন্য ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি।’ তিনি জানান, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর জন্যই তার কংগ্রেসে ফিরে আসা সম্ভব হল।
অভিজিৎ মুখার্জির কংগ্রেসে ফেরাকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের রণনীতির অংশ বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, দিল্লি ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে ক্ষমতায় আসার শক্তি না থাকলেও কংগ্রেসের হাত না ধরলে ভরাডুবি হতে পারে বিজেপি বিরোধী দলগুলোর। পশ্চিমবঙ্গে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পেছনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে দূরত্ব তৈরি হয়ে তা তিক্ততায় পরিণত হয়।