খেলা
বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও লজিস্টিকের দায়িত্ব নিচ্ছে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
বিপিএল’র একাদশ আসর কলঙ্কিত হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার ইস্যুতে। শুরুতে অনুশীলন বয়কট, এরপর দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে এক ম্যাচে মাঠেই আসেননি। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বিতর্কিত মন্তব্য করেন ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে। সবমিলিয়ে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে এবারের বিপিএল সমালোচিত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসব বিষয় তদারকি করার ঘোষণা দিয়েছে। গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দেয় বিসিবি। সেখানে জানানো হয়, লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই বিসিবি দেখভাল করবে। এছাড়া বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে এবং স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত করবে। আর বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকিও বিসিবিই করবে। বিবৃতিতে আরো বলা হয়, বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে কঠোর আর্থিক প্রোটোকল প্রতিষ্ঠিত হয়, যা খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করবে এবং পেমেন্ট প্রক্রিয়াকে সহজতর করবে। এই প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি’র এই পদক্ষেপগুলো বিপিএলের অখণ্ডতা বজায় রাখার এবং সব ধরনের খেলোয়াড়ের জন্য একটি পেশাদার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। বিসিবি ভবিষ্যতেও সকল অংশীজনের সঙ্গে কাজ করে লীগের কার্যক্রম এবং আর্থিক দিকগুলো আরো শক্তিশালী করার চেষ্টা করবে।’