ভারত
ভারতে হিন্দু জনসংখ্যা কমায় দ্রুত বিয়ে করার পরামর্শ হিন্দু সংগঠনের
নিজস্ব প্রতিরিধি, কলকাতা
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

ভারতে হিন্দু জনসংখ্যা কমছে দাবি করে উদ্বিগ্ন হয়ে পড়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের মতে, হিন্দু যুবক যুবতীরা দেরি করে বিয়ে করার ফলে দেশে হিন্দু জনসংখ্যা কমছে। আর তাই দেশব্যাপী হিন্দু যুবক-যুবতীদের ২৫ বছরের মধ্যে বিয়ে সেরে ফেলার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
শুক্রবার পরিষদের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের তরফে আয়োজিত শিবিরে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রায় ৩০০ ট্রাস্টি সদস্য এবং ভিএইচপি ইউনিটের প্রধানরা। পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল বলেন, বৈদিক নীতি অনুসারে গৃহস্থ আশ্রমে (সাংসারিক জীবনে) প্রবেশের জন্য ২৫ বছরই সঠিক বয়স। তাই যুবক-যুবতীদের এই বয়সের মধ্যে বিয়ে করার জন্য আবেদন করার প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরও জানান, হিন্দু জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেশে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হিন্দু পুরুষ ও মহিলাদের এগিয়ে আসতে হবে।
তিনি মনে করেন, জনসংখ্যার ভারসাম্যহীনতা হিন্দু সমাজের অস্তিত্বের জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে।। কারণ হিন্দু সংখ্যা হ্রাস সমস্যা তৈরি করতে পারে।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. সুরেন্দ্র জৈন বলেন, বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা রয়েছে। হিন্দুরা এই দেশের পরিচয়। যদি হিন্দুদের সংখ্যা হ্রাস পায়, তাহলে অবশ্যই দেশের পরিচয় এবং অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেবে।
ড. জৈন আরও দাবি করেন, যে অনেক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রতিটি পরিবারে দুই বা তিনটি শিশু থাকা প্রয়োজন। শিবিরে হিন্দু পরিবারের ভাঙন, লিভ-ইন সম্পর্ক, হিন্দু যুবকদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি খবর প্রকাশিত হযেছে, ২০৪০ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। আর তাতেই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি উদ্বিগ্ন বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত
Let the Hindu's have hundreds of wives.