অনলাইন
‘প্রতিশোধ’ নিলেন ট্রাম্প, তুলে নেয়া হলো বাইডেনের বিশেষ ছাড়পত্র
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

ক্ষমতায় আসার পর এবার শুরু হলো বদলা নেবার পালা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ ছাড়পত্র তুলে নিলেন ডনাল্ড ট্রাম্প। এর ফলে দেশের আর কোনও গোপন নথি হাতে পাবেন না বাইডেন। ক্ষমতাচ্যুত হলেও সাবেক প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন। এক সময় এই একই খেলা খেলেছিলেন তিনি। ২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ট্রাম্পের বিশেষ ছাড়পত্র কেড়ে নিয়েছিলেন বাইডেন।
এবার ক্ষমতায় ফিরে বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতাকে সেই অতীতই মনে করিয়ে ‘প্রতিশোধ’ নিলেন ট্রাম্প। কী এই বিশেষ ছাড়পত্র? সাধারণত আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের হাতে থাকে এই ক্ষমতা। তারা চাইলে এফবিআই কিংবা সিআইএ-এর মতো গোয়েন্দা সংস্থার গোপন নথি দেখতে পারেন। মার্কিন সেনাবাহিনী কিংবা প্রতিরক্ষার ক্ষেত্রে বিভিন্ন গোপন তথ্যও প্রতিনিয়ত জানতে পারেন। যেকোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাতেও বিশেষ ছাড় থাকে তাদের।
নিজের সমাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনও প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’
এর পর ট্রাম্প লিখেছেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনও খবর না দেওয়া হয়।’
নিজের বক্তব্যে বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের স্মৃতিশক্তিকে হাতিয়ার করে কড়া ভাষায় তিনি লেখেন, ‘বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে, বাইডেনের স্মৃতিশক্তি খুবই কম। দেশের বিভিন্ন গোপন নথির মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনওভাবেই তাকে আর ভরসা করা যায় না। আমি দেশের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে পারব না। জো বাইডেনের সময় শেষ। আমি এবার মহান আমেরিকা গড়ব।’
সূত্র : ইন্ডিয়া টুডে