ভারত
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১১ অপরাহ্ন

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শনিবার সকাল থেকে শুরু হয়েছে। তবে প্রাথমিক ফলাফলে জানা গেছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে। দিল্লির মোট ৭০টি বিধানসভা আসন। জয়লাভের ম্যাজিক ফিগার হল ৩৬।
ইতিমধ্যেই বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বলে প্রাথমিক গণনায় জানা গেছে। সকাল ১০টা পর্যন্ত গণনায় বিজেপি ৪১টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি গতবার ৬৮টি আসন পেয়ে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও এবার তারা মাত্র ২৯টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস প্রথমে ২টি আসনে এগিয়ে থাকলেও এখন পিছিয়ে রয়েছে সব কটি আসনে।
আম আদমি পার্টির চতুর্থবার ক্ষমতা দখলের আশা পূর্ণ হচ্ছে না বলেই গণনা থেকে স্পষ্ট হচ্ছে। অবশ্য নির্বাচনের পরে ঘোষিত অধিকাংশ এক্সিট পোলেই ইঙ্গিত দেয়া হয়েছিল, এবার দিল্লিতে গেরুয়া শিবির ক্ষমত দখল করবে।
ইতি পড়তে চলেছে আম আদমি পার্টির শাসনে। গত এক দশক ধরে (২০১৩ সাল থেকে) দিল্লিতে ক্ষমতা দখল করে এসেছে আম আদমি পার্টি । পরপর লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি আসনে জয়লাভ করলেও বিধানসভা নির্বাচনে তারা ধাক্কা খেয়েছে। এবার অবশ্য বিজেপি জয় নিশ্চিত করতে চলেছে। ফলে ২৭ বছর পর দিল্লি শাসন করবে বিজেপি।
শনিবার সকাল থেকে ১৯টি গণনা কেন্দ্রে কড়া পুলিশি প্রহরায় ভোট গণনা চলছে। প্রথমেই গণনা হয়েছে পোস্টাল ব্যালটের।