ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন সমঝোতা বিশ বাঁও জলে, শুটিংয়ের অচলাবস্থা নিয়ে টলিউডে আশঙ্কার মেঘ

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

ফের কলকাতার টলিপাড়ায় জটিলতা। এবারও সমস্যাটা সেই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে ফেডারেশনের। ফেডারেশনের কোপে পড়েছেন পরিচালক শ্রীজিৎ রায় বলে অভিযোগ। কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু করার কথা ছিল তার। এরপর হঠাৎই শোনা যায়, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি পরিচালকের সঙ্গে সহযোগিতা করছেন না, মানে তারা কাজ করতে চাইছেন না। সমস্যার মুখে পড়েন পরিচালক। তার কথায়, ‘আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন আমার সঙ্গে কাজ না করেন।’

যদিও কোনো লিখিত নির্দেশ আসেনি বলে জানিয়েছেন পরিচালক নিজেই। এদিকে পরিচালক শ্রীজিৎ রায় ডিরেক্টরস গিল্ডের সদস্য। বহুদিন ধরেই টলিপাড়ায় কাজ করছেন তিনি। অভিযোগ, শ্রীজিৎ নাকি ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন ঝামেলার সময় টেকনিশিয়ান-বিরোধী কথা বলেছিলেন। টেকনিশিয়ানরা তাতেই নাকি শ্রীজিতের প্রতি বিরক্ত। আর এই কারণেই তারা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না। 

প্রসঙ্গত একই সঙ্গে গত ২৫ জানুয়ারি থেকে ফেডারেশনের রোষের মুখে পড়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ২৯ জানুয়ারি থেকে কৌশিকেরও উত্তরবঙ্গে তার জংলা ছবির শ্যুটিং শুরু করার কথা ছিল। তবে এর কয়েকদিন আগেই টেকনিশিয়ানদের সঙ্গে কৌশিকের সমস্যার কথা জানিয়ে শ্যুটিং বাতিল করে ফেডারেশন। যদিও পরিচালক এবিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি। একইভাবে সমস্যার মুখে পড়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। তিনিও অবশ্য এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। 

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়। গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। নতুন করে শ্রীজিৎ রায়কে অসহযোগিতার খবর মাথাচাড়া দিতেই শুরু হয়েছে গিল্ড-ফেডারেশন তরজা। ফেডারেশনের তরফে সাড়া না পাওয়ায় শুক্রবার থেকে ফ্লোর বয়কটের ডাক দেয় পরিচালক গিল্ড। 

এবার সংশ্লিষ্ট ইস্যুতে পাল্টা পরিচালকদেরই কাঠগড়ায় তুলেছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্বরূপ। তিনি বলেন, ‘পরিচালকেরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। কারণ আমাদের ২৮টি গিল্ডের মধ্যে তারাও অন্যতম।’

স্বরূপ জানান, টলিপাড়ার কোনও রকম কর্মবিরতির বিপক্ষে ফেডারেশন। তার কথায়, ‘আমরা যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু না জানিয়েই পরিচালকেরা কর্মবিরতির ঘোষণা করেছেন।’ 

স্বরূপ জানিয়েছেন, দিনভর ফেডারশন কর্তারা টলিপাড়ার বিভিন্ন শুটিং ফ্লোরে নজরদারি করবেন। কোথায় কোথায় শুটিং হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, তা খুঁটিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘কিছু কিছু ফ্লোরে শিল্পীরা তৈরি। কিন্তু ইচ্ছে করে কাজ দেরিতে শুরু করা হচ্ছে। ফেডারেশন এই ধরনের ঘটনা মেনে নেবে না।’

এদিকে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছেন পরিচালকেরা। গিল্ডের তরফে বেশ কিছু শর্তাবলী রাখা হবে ফেডারেশনের কাছে। সেই শর্তপূরণ হলেই পরিচালকরা ফ্লোরে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন। আপাতত শুক্রবার সন্ধের মিটিংয়ের দিকে তাকিয়ে টলিপাড়া।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status