ভারত
বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেজরিওয়ালের: ‘আপের প্রার্থী কিনতে ১৫ কোটির টোপ’
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

বিজেপি ১৬ জন আম আদমি পার্টির প্রার্থীকে ফোন করে ১৫ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছে দল বদলের জন্য। ভোট গণনার আগে দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। কেজরি বলেন, গণনার আগে তার দলের ‘সম্ভাব্য জয়ী’ প্রার্থীদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে বিজেপি।
তার অভিযোগ, দু’ঘণ্টার মধ্যে আপ দলের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। ফোনে বলা হয়েছে, যদি তারা আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন, তবে তাদের মন্ত্রিত্ব দেওয়া হবে। সঙ্গে ১৫ কোটি টাকা।
কেজরিওয়াল এই ঘটনাকে বিজেপির একটি গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, ‘আমাদের দলের কোনো প্রার্থীই মাথা নত করবেন না’
দিল্লির বিদায়ী মন্ত্রিসভার সদস্য এবং সুলতানপুর-মাজরা কেন্দ্রের আপ প্রার্থী মুকেশ অহলয়ত জানান, তাকে ফোন করে টাকা এবং মন্ত্রিত্বের প্রস্তাব দেয়া হয়েছে। কেজরি এবং তার দলের নেতারা সমাজমাধ্যমেও এই অভিযোগ তুলেছেন। বিজেপির দিল্লি প্রদেশ সভাপতি বীরেন্দ্র সচদেব শুক্রবার আপ নেতাদের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। অন্য দলের বিধায়কদের সাহায্যের প্রয়োজন হবে না। কেজরি বুঝে গিয়েছেন আপ হারতে চলেছে। তাই হতাশা থেকেই মিথ্যা অভিযোগ করছেন।’
বুধবারই হয়েছে দিল্লি ভোট। শনিবার বেরোবে ফল। জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। তিনি আরও বলেন, কিছু এক্সিট পোল বিজেপিকে ৫৫টির বেশি আসন জয়ের পূর্বাভাস দিয়েছে, তবু কেন ওরা আমাদের প্রার্থীদের কেনার চেষ্টা করছে? তিনি এই সমীক্ষাগুলিকে ভুয়া বলে উল্লেখ করে বলেন, ‘এটি প্রার্থীদের চাপে ফেলার কৌশল, কিন্তু আমাদের কেউ নতি স্বীকার করবে না।’
এই পোস্ট শেয়ার করে দিল্লির মন্ত্রী আতিশি দাবি করেন, ‘এক্সিট পোলের মাধ্যমে আপ বিধায়কদের ভাঙার ষড়যন্ত্র করা হচ্ছে।’
সূত্র : হিন্দুস্থান টাইমস