ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না: রিজভী

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন

mzamin

মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) সেমিনার হলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত 'বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে' এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রশিবির তাদের একটি লেখার মধ্যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। এটি কেনো? মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না। আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। সেটাকে ছোটো করে, কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না। আমরা সকল চেতনাকে ঐক্যবদ্ধ করে সকলে শান্তিতে থাকতে চাই।

কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আমাদেরকে কারাগারে নিয়ে মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো। কিন্তু সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করবেন না। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে। এমন সংস্কার নিয়ে আসুন যাতে মানুষ ন্যায় বিচার পায়। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে। আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। তা না হলে মানুষ ভালোভাবে নেবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুমুখী প্রতিষ্ঠান। স্বল্প পরিসরে তাকে নিয়ে আলোচনা করা কঠিন। তার বিভিন্ন কর্মকাণ্ড বিরাট বিস্তৃত। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যথা সময়ে দেশের মানুষের প্রয়োজন বুঝতে পেরেছিলেন। তার গুণাবলী ছিলো অপরিসীম।

এ্যাবের সভাপতি ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী আব্দুল হালিম মিয়া, সহ সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি), আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, এ্যাব নেতা প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী গোলাম মাওলা, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী শাহাদাত হোসেন বিপ্লব, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী মোতাহার হোসেন ও প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয় প্রমুখ।

পাঠকের মতামত

রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি কেন প্রেসিডেন্ট বানিয়েছিলো তার জবাব চাই!!!

MD REZAUL KARIM
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৫ পূর্বাহ্ন

যে যুদ্ধ আমাদের জীবনে মুক্তি আনতে পারেনি, পাকিস্তানের শিকল খুলে আমাদের পায়ে ভারতের শিকল পরিয়েছে, সেটা কোন মুক্তিযুদ্ধ হতে পারেনা। ৭১ এর যুদ্ধ শুধুমাত্র জুলুম বাজের পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয়নি। অধিকাংশ একাত্তরের যোদ্ধারা হাসিনার আমলে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তাই একাত্তরের যোদ্ধাদের অপরাধের সমালোচনা করা থেকে বিরত থাকা হবে অন্যায়কে মেনে নেয়া।

Mohammad Zakir Hossa
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৩৩ পূর্বাহ্ন

BNP এর ঘারে ভারতের ভূত চেপেছে। BNP এখন বিজেপির এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। চট্টগ্রামে দেশদ্রোহী সংগঠন ইস্কন এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করায় ফিরোজ খান নামের এক ব্যক্তিকে বিএনপির রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাইতো বামপন্থি ফখরুল ও ভারতপন্থী হাসান মাহমুদ এর কথার সাথে মিলে যাচ্ছে । কিয়ামত যদি বেঁচে থাকি ভারতপন্থি কোন দলকে ভোট দিব না। BNP এখন আওয়ামিলীগ এর মতই সন্ত্রাস ও চাঁদাবাজি চালিয়ে যেতে চায়। তাই তারা সংবিধান এর পরিবর্তন চায় না।

Mahfujur Rahman
২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, ৫:৩৬ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status