খেলা
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে জশুয়া
স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২২, বুধবারক’দিন আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে টাইগাররা। এবার ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। উইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে মোহাম্মদ মিঠুনরা। এরইমধ্যে সিরিজ দুটির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জশুয়া ডা সিলভার নেতৃত্বাধীন দলটিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বেশ ক’জন খেলোয়াড় রয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ‘এ’ দল। স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। তিনি বলেন, ‘জশুয়া (ডা সিলভা) এখন পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ারে বেশ ভালো করেছে। আমরা বিশ্বাস করি, সে দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টেস্ট) একজন ভালো নেতা হবে। আমাদের স্কোয়াডে আরও ক’জন আছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে এবং ভালো পারফর্ম করেছে।