অনলাইন
কলকাতার রেড রোডে নজর কাড়লো রোবো-কুকুর ‘সঞ্জয়’!
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৩ অপরাহ্ন

রবিবার কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল আকর্ষণ হয়ে উঠল ‘সঞ্জয়’ । যার পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট বা সংক্ষেপে মিউল (MULE)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক রোবট কেবল এক প্রদর্শনী নয়, বরং ভারতীয় প্রতিরক্ষার নতুন শক্তির প্রতীক। রেড রোডে সেনার কুচকাওয়াজে নিখুঁতভাবে অংশ নিল মিউল। এককথায় ‘রোবোটিক ডগ’ বলা হলেও এটি আসলে বহুমুখী এক যন্ত্র। চারটি যান্ত্রিক পা লাগানো থাকায় তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই পা খুব সহজে চড়াই-উতরাই পেরনোর পাশাপাশি সামনে আসা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যেতে পারে। একাধিক কাজে দক্ষ হিসেবেই গড়ে তোলা হয়েছে ‘সঞ্জয়’কে।
ভারতীয় সেনাবাহিনীতে ১০০টি রোবো কুকুর রয়েছে। যার মধ্যে কয়েকটি আজ প্রদর্শিত হল কলকাতায় সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। এই যন্ত্রটি প্রায় ১৫ কিলোগ্রাম ভার বহনে সক্ষম। মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে পারে। বিভিন্ন সময়ে আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারে এই রোবো-কুকুর। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে এটিকে রিমোটের মাধ্যমে পরিচালনা করা যায়। তবে প্রয়োজনে নিজে থেকে বেশ কিছু সিদ্ধান্তও নিতে সক্ষম এই রোবট কুকুর। এটি যেমন ছুটতে পারে, তেমনই আবার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বোমা নিষ্ক্রিয় করার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে পারে এই মিউল।
বিগত কয়েক বছর ধরে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভারতের সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বাড়াতে এই ধরনের রোবটিক ডিভাইস অত্যন্ত কার্যকর। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে জওয়ানদের নিরাপত্তার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃত্তাকার এলাকার নিরাপত্তা, সম্পদ রক্ষা, রাসায়নিক-পরমাণু যুদ্ধক্ষেত্রের সামগ্রিক দেখভালের জন্য ব্যবহার করা হয় এদের।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
great india great.