ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তিলক বর্মার রেকর্ডের রাতে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:২৩ অপরাহ্ন

mzamin

ইংল্যান্ডের ভারত সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। একের পর এক উইকেট হারানোর দিন একপ্রান্ত আগলে রেখে ঠান্ডা মাথায় ব্যাট করে যান তিনে নামা তিলক বর্মা। শেষপর্যন্ত দলকে জিতিয়ে নিজেও গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত।

শনিবার রাতে চেন্নাইয়ে এক দুর্দান্ত বিশ্বরেকর্ড করেন ২২ বছর বয়সী তিলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থেকে করেছেন ৩১৮ রান। এদিনের ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে তার সবশেষ তিন ইনিংস ১০৭*, ১২০*, ১৯*। এতদিন ২৭১ রান করে রেকর্ডটি নিজের খাতায় রাখেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে সফরকারীরা।

প্রথম ওভারেই ফিল সল্টকে সাজঘরে ফেরান অর্শদীপ সিংহ। তিনে নেমে বেন ডাকেটকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক জশ বাটলার। দলীয় ২৬ রানে ডাকেট আউট হলে হ্যারি ব্রুককে নিয়ে এগিয়ে যান বাটলার। ৩৩ রনের জুটির পর ব্রুক ফেরেন বরুণ চক্রবর্তীর বলে। ৩০ বলে সর্বোচ ৪৫ রানের ব্যক্তিগত ইনিংস খেলে আউট হন ইংলিশ অধিনায়ক। ১২.৩ ওভারে দলের খাতায় ১০৪ রান যোগ হলেও ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১৭ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ব্রাইডন কার্স। 

সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন অক্ষর পাটেল ও বরুণ চক্রবর্তী। রান তাড়ায় খেই হারায় স্বাগতিকরাও। তৃতীয় ওভারেই দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন সাজঘরে ফেরেন। দলের খাতায় তখন মাত্র ১৯ রান। তিনে নেমে ঠান্ডা মাথায় ব্যাট করে যান তিলক। ব্যক্তিগত ২৫ রানের ইনিংসে বাঁহাতি এই ব্যাটারকে কিছুক্ষণ সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া বাকিরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান তিলক। 

শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ২০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই সমীকরণ মেলানোটা অসম্ভব কিছু নয়। তবে হাতে তখন মাত্র দুই উইকেট। ঠান্ডা মাথায় বাকি কাজটা সেরে ফেলেন তিলক। দুইটি চারে জয়ে অবদান রাখেন দশে নামা রবি বিষ্ণোই। ব্যক্তিগত ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিলক। ইংলিশদের হয়ে সর্বোচ ৩ উইকেট নেন ব্রাইডন কার্স।

আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে আহমেদাবাদে নামবে দু’দল। সে ম্যাচেও জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে ভারত। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status