অনলাইন
সরকারকে বিকল্প খুঁজতে বললেন হাসনাত
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

ভ্যাটের জালে দেশের মানুষকে দুর্বল না করে দিয়ে সরকারকে বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
জনগণকে স্বস্তি দেয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যে মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। ভ্যাটের জালে জনগণ ও ব্যাবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।’ এর আগে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।
পাঠকের মতামত
হভাই ঠিক কথা বললেন।সরকারের মাথায় বুদ্ধি কম।পলিথিন নিষিদ্ধ না করে ট্যক্স বাড়ানো যায় প্রকাশ্যে ধুমপান করলে জরিমানা আদায় করলেইতো সরকারের টাকা বাড়বে।